Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইরানি যুদ্ধজাহাজকে মার্কিন নৌবাহিনীর সতর্কতা গুলি

| প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : হরমুজ প্রণালীর কাছে ইরানের চারটি যুদ্ধজাহাজকে সতর্ক করতে মার্কিন নৌবাহিনীর এক জাহাজ থেকে গুলি ছোড়া হয়েছে। গত সোমবার বার্তা সংস্থা রয়টার্স মার্কিন প্রতিরক্ষা দপ্তরের দুই কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। রোববার ইসলামিক বিপ্লবী রক্ষী বাহিনীর চারটি নৌযান ওমান উপসাগর ও পারস্য উপসাগরের মাঝখানে হরমুজ প্রণালীতে অত্যন্ত দ্রুতগতিতে ইউএসএস মাহানের দিকে অগ্রসর হচ্ছিল। ইউএসএস মাহান থেকে রেডিও বার্তায় ইরানি নৌযানগুলোর গতি কমাতে বলা হচ্ছিল। এছাড়া তাদের পরিচয় নিশ্চিতে প্রশ্নও করা হচ্ছিল। তবে ইরানি নৌযানগুলোর পক্ষ থেকে কোনো জবাব দেয়া হয়নি। মার্কিন নৌবাহিনীর একটি হেলিকপ্টার থেকে সতর্কতা হিসেবে ধোঁয়ার গুলি ছোঁড়া হয়। এরপরই ইউএসএস মাহান থেকে সতর্কতা হিসেবে গুলি ছোঁড়া হয়। ওই কর্মকর্তারা আরো জানান, ইরানি নৌযানগুলো ইউএস মাহানের ৮০০ মিটারের মধ্যে চলে এসেছিল। অবশ্য মার্কিন সেনাবাহিনীর দুটি নৌযান তাদের প্রহরায় ছিল। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ