Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বে সবচেয়ে খারাপ এয়ারলাইনসের তালিকায় ৩ নম্বরে এয়ার ইন্ডিয়া

| প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ২০১৬ সালে বিমান পরিষেবায় বিশ্বের সবচেয়ে খারাপ এয়ারলাইনসের তালিকায় তিন নম্বরে স্থান পেয়েছে ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান এয়ার ইন্ডিয়া। অ্যাভিয়েশন ইনসাইটস কোম্পানি ফ্লাইট স্ট্যাটস প্রতিবছর বিশ্বের সব আন্তর্জাতিক এয়ারলাইনসের কর্মক্ষমতার ওপর প্রতিবেদন তৈরি করে। প্রতিবেদনে ওই তালিকা প্রকাশ করা হয়। খারাপ পরিষেবার বিচারে শতাংশের হিসেবে সবচেয়ে কম নম্বর পেয়েছে যেসব প্রতিষ্ঠান, তারাই পরিষেবায় এগিয়ে। বিশ্বের বিভিন্ন বিমান সংস্থার কাছ থেকে তথ্য নিয়ে তৈরি করা হয়েছে এই প্রতিবেদন। সেখানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, উড়ান ওঠা-নামার নির্ধারিত সময়সূচির ওপর। সেসব সংস্থার বিমান সবচেয়ে বেশি দেরি করেছে, তাদের পরিষেবার মান নিচে। সময়সূচি ছাড়াও ফ্লাইট ট্র্যাকিং, র‌্যাডার সার্ভিস, বিমান অবতরণের সময়Ñ সবকিছুর আলোকেই ওই প্রতিবেদনে তালিকা করা হয়েছে বলে ফ্লাইট স্ট্যাটসের পক্ষ থেকে জানানো হয়েছে। ২০১৬ সালে সেরা পারফরম্যান্সের বিচারে শীর্ষে রয়েছে নেদারল্যান্ডসের বিমান সংস্থা কেএলএম বা রয়্যাল ডাচ এয়ারলাইনস। এই প্রতিষ্ঠানটি পেয়েছে ১১.৪৭ শতাংশ নম্বর। আর সবচেয়ে খারাপ এয়ারলাইনসের মধ্যে এক নম্বরে রয়েছে ইসরাইলের এল আল। এই ইসরাইলি প্রতিষ্ঠানটি ৫৬ শতাংশ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে। বহুদিন ধরে লাভের মুখ না দেখা এয়ার ইন্ডিয়া পেয়েছে ৩৮.৭১ শতাংশ। তিন নম্বরে রয়েছে ভারতের এই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি।  আইএএনএস, এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ