Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাহবুবা রহমানের ‘কালজয়ী গান’ অডিও

প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : শুক্রবার সন্ধ্যায় ঢাকা ক্লাবে (হামিদুর রহমান সিন্হা লাউঞ্জ) লেজার ভিশনের আয়োজনে সঙ্গীতশিল্পী মাহবুবা রহমানের “কালজয়ী গান” অডিও অ্যালবামের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন খ্যাতিমান সঙ্গীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দেশবরেণ্য গীতিকার ও সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল, বিশিষ্ট সঙ্গীত শিল্পী খুরশিদ আলমসহ আরো অনেকে। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন লেজার ভিশনের চেয়ারম্যান এ কে এম আরিফুর রহমান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন রুমানা ইসলাম। উল্লেখ্য, কণ্ঠশিল্পী মাহবুবা রহমানের কালজয়ী কিছু গান নিয়ে অ্যালবামটির গানগুলো সাজানো হয়েছে। এসব গানের গানের কথা ও সুর করেছিলেন খান আতাউর রহমান, ওস্তাদ মোমতাজ আলী খান, কবি জসিম উদ্দিন, কালু শাহ ফকির ও ফেলু শেখ। অ্যালবামটিতে মোট ২০টি গান রয়েছে। উল্লেখযোগ্য কয়েকটি গান হলো- আমার মন ভালোনা, জ্বালাইলে যে জ্বলছে আগুন, দয়াল আল্লারে, আমার গলার হার, তোমাকে ভালোবাসি, ঐ চাঁদ, আমার না বলা কথা, মনের বনে দোলা লাগে ইত্যাদি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাহবুবা রহমানের ‘কালজয়ী গান’ অডিও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ