Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

স্বাধীনতাকামী বালুচ কমান্ডারের আত্মসমর্পণ

| প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত বালুচ লিবারেশন আর্মি বা বিএলএর স্বাধীনতাকামী  কমান্ডার বালাখ শের বাদিনি আত্মসমর্পণ করেছেন। বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় গত সোমবার এ সন্ত্রাসী কমান্ডার সরকারি কর্মকর্তাদের কাছে আত্মসমর্পণ করেন। কোয়েটার মাদাদগড় সেলে সীমান্ত কোরের কাছে বালাখ শের তার অস্ত্র জমা দেন। পরে এক সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে তিনি পাকিস্তানের জাতীয় পতাকার রঙের পোশাক পরে ঘোষণা করেন, আমি একজন গর্বিত পাকিস্তানি এবং সাহসী বালুচ। বেলুচিস্তান প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মির সরফরাজ বুগতি, বেলুচিস্তান সরকারের মুখপাত্র আনোয়ারুল হক কাকর ও সীমান্ত কোরের কমান্ডার ব্রিগেডিয়ার খালিদ বেগ সংবাদ সম্মেলনে উপস্থি ছিলেন। বালাখ শের বলেন, আমি বিদেশি মদদপুষ্ট লোকজনের মাধ্যমে প্রতারিত হয়ে বেলুচিস্তানে সন্ত্রাসী তৎপরতা চালিয়েছে। তার আত্মসমপর্ণের ঘটনাকে পাকিস্তানের সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী স্বাগত জানিয়েছে এবং অন্যদেরও একই পথ অনুসরণের আহ্বান জানিয়েছে। কয়েক বছর ধরে বালাখ শের বেলুচিস্তানের নোশখি জেলায় সন্ত্রাসী কর্মকা- চালিয়ে আসছিলেন। জিও টিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ