মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : সউদি আরব নেতৃত্বাধীন সন্ত্রাসবিরোধী সামরিক জোটে নতুন করে আরও ৩টি দেশ যোগ দিতে যাচ্ছে। দেশ তিনটি হলো আজারবাইজান, তাজিকিস্তান এবং ইন্দোনেশিয়া। এই তিনটি দেশ যোগ দিলে জোটে সদস্য রাষ্ট্রের সংখ্যা হবে ৪২। গত সোমবার পাকিস্তান ভিত্তিক নিউজ পোর্টাল দৈনিক পাকিস্তান উর্দুর এক খবরে এসব কথা জানানো হয়। এর আগে সন্ত্রাস দমনের লক্ষে সউদি আরব ২০১৫ সালের ডিসেম্বরে ইসলামিক সামরিক জোট গঠনের ঘোষণা দেয়। এ জোট সব ধরনের সন্ত্রাসী কর্মকা- দমনে কাজ করবে। জোটটি প্রাথমিকভাবে সউদি আরব, জর্ডান, ইউএই, পাকিস্তান, বাহরাইন, বাংলাদেশ, বেনিন, তুরস্ক, শাদ, টোগো, তিউনিশিয়া, জিবুতি, সেনেগাল, সুদান, সিয়েরালিওন, সোমালিয়া, গ্যাবন, গিনি, ফিলিস্তিন, কমোরোস, কাতার, আইভরি কোস্ট, কুয়েত, লেবানন, লিবিয়া, মালদ্বীপ, মালি, মালয়েশিয়া, মিশর, মরক্কো, মৌরিতানিয়া, নাইজার, নাইজেরিয়া ও ইয়েমেনকে নিয়ে গঠিত। পরে আরও চারটি দেশ যোগ দিলে এর সংখ্যা দাঁড়ায় ৩৯-এ। নতুন করে আরও তিনটি দেশ যোগ দিচ্ছে বলে জানা গেছে। এদিকে, ইসলামী সামরিক জোটের প্রধান হিসেবে সদ্য নিয়োগ পেয়েছেন পাকিস্তানের সাবেক সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ। এই পদে জেনারেল রাহিলের নিয়োগ নিয়ে গুঞ্জন ছিল বেশ কিছুদিন ধরে। গত শুক্রবার (৬ জানুয়ারি) রাতে পাকিস্তানের জিও টিভির এক টক শোতে দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ জেনারেল রাহিলের নিয়োগের খবর নিশ্চিত করেন। দৈনিক পাকিস্তান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।