Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

দশ লাখ কর্মসংস্থান সৃষ্টি করার প্রতিশ্রুতি

| প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন নাগরিকদের জন্য ১০ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছেন চীনা ই-কমার্স কোম্পানি আলিবাবা গ্রুপ-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী চেয়ারম্যান জ্যাক মা। প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ট্রাম্প টাওয়ারে এক বৈঠকে তিনি ওই প্রতিশ্রুতি প্রদান করেন। আলিবাবা’র পদস্থ কর্মকর্তা ব্রিয়ন টিংলার এক বিবৃতিতে মার্কিন সংবাদমাধ্যমকে জানান, জ্যাকের পরিকল্পনা অনুযায়ী, ১০ লাখ মার্কিনি ছোট ব্যবসা শুরু করবেন, সেসব পণ্য আলিবাবা’র প্ল্যাটফর্ম ব্যবহার করে চীনে বিক্রি হবে। আর এভাবে ১০ লাখ মার্কিনির কর্মসংস্থান নিশ্চিত হবে। জ্যাকের সঙ্গে সাক্ষাতের পর ট্রাম্প তার ভূয়সী প্রশংসা করেছেন। ট্রাম্প বলেন, তিনি বিশ্বের সবচেয়ে সেরা উদ্যোক্তাদের একজন। আমাদের বৈঠকটি ছিল খুবই কার্যকর। এই  বৈঠকটি হলো কর্মসংস্থানের বিষয়ে। জ্যাক এবং আমি বড় কিছু করতে যাচ্ছি। বৈঠকের পর জ্যাক সাংবাদিকদের বলেন, আমি চীনকে ভালোবাসি, আমি যুক্তরাষ্ট্রকেও ভালোবাসি। তিনি আরও বলেন, আমরা মার্কিন উদ্যোক্তাদের সহায়তা করতে চাই। তারা তাদের পণ্য চীনের গ্রাহকদের কাছে বিক্রি করতে পারেন। এভাবে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান বাড়বে। সেই সঙ্গে রফতানিও বাড়বে। তবে আলিবাবা’র ওই পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি জ্যাক। উল্লেখ্য, এই সাক্ষাতের পর গত সোমবার আলিবাবা’র শেয়ারের মূল্য ১.৫০ শতাংশ বেড়ে যায় বলে জানা গেছে। সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ