Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

রাউজানে নলকুপ থেকে নির্গত হচ্ছে গ্যাস!

| প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : চট্টগ্রামের রাউজান উপজেলায় সদ্যস্থাপনকৃত একটি নলক‚প থেকে নির্গত হচ্ছে গ্যাস। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত কয়েকদিন আগে স্থাপিত নলক‚পে গ্যাস নির্গতের খবর ছড়িয়ে পড়লে তা দেখতে উপজেলার ডাবুয়া ইউনিয়নের উত্তর হিংগলা বাছন আলী তালুকদার বাড়িতে ভিড় জামাচ্ছেন স্থানীয় উৎসুক জনতা। স্থানীয়রা জানান, উপজেলার ডাবুয়া ইউনিয়নের উত্তর হিংগলা বাছন আলী তালুকদার বাড়ির মৃত মুন্সি মিয়ার পুত্র জিপচালক ফোরক আহম্মদ তার ঘরের সামনে একটি অগভীর নলক‚প স্থাপনের সময় পানির সাথে গ্যাস নির্গত হচ্ছে বলে আঁচ করতে পারে। প্রাথমিকভাবে আগুন লাগিয়ে গ্যাস নির্গতের বিষয়টি নিশ্চত হন স্থানীয়রা। জানা গেছে, গভীর নলক‚পে পানিসংকট থাকায় উপজেলার বিভিন্ন স্থানে একশ ফুট গভীরতার মধ্যে নলক‚প স্থাপন করা হচ্ছে। একইভাবে জিপচালক ফোরক আহম্দ ৪০ ফুট গভীরে নলকূপ স্থাপন করেন। ওই নলকূপে গ্যাস নির্গত হয়। পরে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শামীম হোসেনকে ঘটনা সর্ম্পকে জানানো হলে তিনি পরিদর্শনে গিয়ে আগুন লাগিয়ে গ্যাস নির্গতের বিষয়ে নিশ্চিত হন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শামীম হোসেন বলেন ‘আমি সরেজমিন গিয়ে বিষয়টি নিশ্চিত হয়েছি। তবে গ্যাস নির্গত হলেও তা পর্যাপ্ত নয়। এভাবে সাতদিন গ্যাস নির্গত হলে বিষয়টি জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে জানানো হবে। পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে যদি এখানে গ্যাসের সন্ধান পাওয়া যায় এইটা রাউজানবাসীর জন্য তথা দেশের জন্য একটি সুসংবাদ। গ্যাস নির্গত হওয়া নলক‚প থেকে আগুনের দূরত্ব বজায় রাখার জন্য স্থানীয়দের প্রতি আহবান জানান। এই ঘটনায় মালিক আতঙ্কগ্রস্ত হলেও গ্যাস পাওয়ায় এলাকাজুড়ে আনন্দ বিরাজ করছে। স্থানীয়দের ধারণা মাটির নিচে পর্যাপ্ত পরিমাণ গ্যাস মজুদ রয়েছে। ব্যাপারটি পরীক্ষা-নিরীক্ষার আওতায় আনা প্রয়োজন বলে মনে করছেন তারা। এদিকে গতকাল সোমবার দুপুরে এই রিপোর্ট তৈরির আগ পর্যন্ত ওই নলক‚প দিয়ে গ্যাস নির্গত হচ্ছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাউজান

২০ অক্টোবর, ২০২২
১৩ ডিসেম্বর, ২০২০
১৮ জানুয়ারি, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ