Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

মনোনয়ন দৌড়ের পাশাপাশি ভোটারদের মন জয়ের চেষ্টায় ব্যস্ত সম্ভাব্য প্রার্থীরা

প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

নাজিম বকাউল, ফরিদপুর থেকে : আগামী জুনে অনুষ্ঠিতব্য বোয়ালমারী উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীরা তাদের মনোনয়ন দৌড়ের পাশাপাশি ভোটারদের দোয়া আশির্বাদ নিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। চেয়ারম্যান প্রার্থীরা দলের মনোনয়ন পেতে স্থানীয় আ’লীগ ও বিএনপির প্রভাবশালী নেতাদের কাছে জোর লবিং চালিয়ে যাচ্ছেন। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা ভোটারদের কাছে নির্বাচনে জয়ী হলে তারা ইউনিয়নে উন্নয়নমূলক কাজ করাসহ বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। তারা ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করে যাচ্ছেন। ১১ ইউনিয়নে দুই দলের প্রার্থী রয়েছেন কমপক্ষে চার ডজন। ময়না ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন, সাবেক চেয়ারম্যান উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাসির মো. সেলিম, উপজেলা আওয়ামী লীগ নেতা মো. আনিসুজ্জামান (আনিস মাস্টার), মো. কামরুজ্জামান, মো. নবির হোসেন চুন্নু, প্রবীণ আ’লীগ নেতা ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুর রশিদ মোল্যা, সাধারণ সম্পাদক মো. আবু জাফর সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক নূর ইসলাম এবং আওয়ামী ওলামালীগ থেকে মিলন মোল্যার নাম শোনা যাচ্ছে। অপর দিকে ময়না ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ দেলোয়ার হোসেন হেলিম জানান এ পর্যন্ত বিএনপি থেকে ৫ জন দলীয় মননয়নপত্র সংগ্রহ করেছেন। এরা হলেন, বর্তমান চেয়ারম্যান মশিউল আযম মৃধা, মো. সামছুল হক মৃধা, মো. আশরাফুল আলম, মো. ফারুক হোসেন ও মো. মুজিবুর রহমান। ঘোষপুর ইউনিয়ন আ’লীগ থেকে বর্তমান চেয়ারম্যান মো. ফারুক হোসেন, সাবেক চেয়ারম্যান মো. চাঁদ মিয়া মাস্টার, মো. মোস্তফা জামান সিদ্দিকী, মো. আতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা শেখ মো. তোরাব হোসেন। বিএনপি থেকে এই ইউনিয়নে একমাত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান মো. মুজিবুর রহমান। গুনবহা ইউনিয়ন থেকে আ’লীগের সুলতান আহম্মেদ, আলমগীর হোসেন ও বিএনপির এড. সিরাজুল ইসলাম। চতুল ইউনিয়নে শরীফ সেলিমুজ্জামান লিটু, তবিবুর রহমান মিন্টু, নজরুল ইসলাম খান, খন্দকার আবুল বাশার, মো. হাসান, বিএনপির বর্তমান চেয়ারম্যান শাহ্ মো. মঞ্জু, পরমেশ্বরদী ইউনিয়নে আ’লীগের শরীফ মো. নজরুল ইসলাম, নুরুল আলম মিনা, মান্নান মাতুব্বর, সৈয়দ তাইফুর রহমান সাথিল ও বিএনপির সিরাজুল ইসলাম মুন্সী। দাদপুর ইউনিয়নে আ’লীগের মো. শামীম মোল্যা, মোকাদ্দেস হোসেন, মো. ওলি মিয়া, মোশাররফ হোসেন মুসা, বিএনপির জালাল আহম্মেদ, কবীর হোসেনের নাম শুনা যাচ্ছে। শেখর ইউনিয়নে আ‘লীগের আবুল কালাম আজাদ, ইস্রাফিল মোল্যা ও বিএনপির রইসুল ইসলাম পলাশ, বোয়ালমারী ইউনিয়নে আ‘লীগের মো. ইউনুস, বর্তমান মেম্বর ও আ’লীগ নেতা মতি কাজী, ইমদাদুল হক মোল্যা ও বিএনপির আতিয়ার রহমান, সাতৈর ইউনিয়নে মো. মজিবর রহমান, রাজ্জাক মোল্যা, মো.আকরামুল আলম টনি, জিয়াউর রহমান ও বিএনপি-র রাফিউল আলম মিন্টু, খোন্দকার নাজিরুল ইসলাম, জাকির হোসেন লাল মিয়া, চাঁদপুর ইউনিয়নে আ‘লীগে শামসুন্নাহার মুহিদ ও বিএনপির এসএম শামসুল আলম, রূপাপাত ইউনিয়নে আ‘লীগের আজিজার রহমান ও মো. হেমায়েত, এমদাদুল হক মিলন, মো. মহব্বত আলী। প্রার্থী বাছাই প্রক্রিয়ায় বিএনপি কিছুটা সুবিধাজনক অবস্থায় থাকলেও আওয়ামী লীগ এখনও বাছাই প্রক্রিয়া শুরু করে নাই। তারা সবে দলীয় নির্দেশনা পেয়েছে, খুব শিঘ্রই দলীয় নির্দেশনা অনুযায়ী তারা বাছাই প্রক্রিয়া যাবে বলে একটি দলীয় সূত্র জানায়। তবে বোয়ালমারী উপজেলার ১১ ইউনিয়নের প্রত্যেকটিতেই আ’ লীগের প্রার্থী বাছাই অনেকটা জটিল হবে বলে অনেকে মনে করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মনোনয়ন দৌড়ের পাশাপাশি ভোটারদের মন জয়ের চেষ্টায় ব্যস্ত সম্ভাব্য প্রার্থীরা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ