Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবশেষে ট্রাম্পের স্বীকারোক্তি

| প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : অবশেষে নির্বাচনে রাশিয়ার হ্যাকিংয়ে জড়িত থাকার কথা স্বীকার করলেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার সাইবার হামলা চালানোর বিষয়টি এতদিন এড়িয়ে গেলেও শেষ পর্যন্ত গোয়েন্দা প্রতিবেদনের সিদ্ধান্ত গ্রহণ করেছেন।  ট্রাম্পের মনোনীত চিফ অব স্টাফ রেইনস প্রিবাস গত রোববার এ কথা জানিয়েছেন। তিনি বলেন, নির্বাচনে রাশিয়া সাইবার হামলা করেছেÑ গোয়েন্দাদের এমন সিদ্ধান্ত মেনে নিয়েছেন ট্রাম্প। ফক্স নিউজ সানডে অনুষ্ঠানে রিপাবলিকান ন্যাশনাল কমিটির সাবেক চেয়ারম্যান প্রিবাস বলেন, ট্রাম্প এটা বুঝতে পেরেছেন যে, ডেমোক্রেটিক পার্টির বিরুদ্ধে সাইবার হামলার পেছনে মস্কোর হাত ছিল। তিনি বলেন, এই সাইবার হামলার পরিপ্রেক্ষিতে কী ব্যবস্থা নেয়া যায়, সে বিষয়ে সুপারিশ দেয়ার জন্য গোয়েন্দাদের নির্দেশ দিয়েছেন ট্রাম্প। ওই সুপারিশের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হতে পারে। যদিও ওই হ্যাকিংয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সরাসরি জড়িত থাকার বিষয়টি ট্রাম্প মেনে নিয়েছেন কিনা তা স্পষ্ট করেননি প্রিবাস।
প্রিবাস জানিয়েছেন, ট্রাম্প বিশ্বাস করেছেন নির্বাচন চালাকালীন রাশিয়া ডেমোক্রেটিক পার্টির সংগঠনগুলোয় সাইবার হামলা চালিয়েছিল। তবে এ হামলা রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের নির্দেশে হয়েছে বলে ট্রাম্প মেনে নিয়েছেন কিনা, তা পরিষ্কার করেননি প্রিবাস।
প্রসঙ্গত, নির্বাচনে জয়ী করাতে হ্যাকিংয়ের মাধ্যমে রাশিয়া তাকে সাহায্য করেছে অথবা হ্যাকিংয়ের পেছনে রাশিয়া রয়েছে বলে যে অভিযোগ উঠেছে, ট্রাম্প এতদিন তা পাত্তাই দেননি। ট্রাম্প উল্টো দাবি করেন, চীন অথবা অন্য কেউ সাইবার হামলায় থাকতে পারে। আর মাত্র ১০ দিন বাদে প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন ট্রাম্প। এ অবস্থায় প্রভাবশালী রিপাবলিকান আইনপ্রণেতারা নির্বাচনে হ্যাকিং নিয়ে গোয়েন্দা সংস্থাগুলোর সিদ্ধান্ত মেনে নিতে তার ওপর চাপ সৃষ্টি করেন।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা দাবি করেন, প্রেসিডেন্ট নির্বাচন চলাকালে হিলারি ক্লিনটন, ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির ওয়েবসাইট ও তার প্রচারশিবিরে সাইবার হামলা চালানোয় রুশ প্রেসিডেন্ট পুতিনের নির্দেশ ছিল। তবে তাৎক্ষণিকভাবে ট্রাম্প এ তথ্য গ্রহণ করেননি। এদিকে, রাশিয়ার হ্যাকিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়ে ইতিবাচক হতে পারেন ট্রাম্প। তবে পুতিনকে যেভাবে ঢালাও সমর্থন করে যাচ্ছেন ট্রাম্প, তাতে রাশিয়ার বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেবেন ট্রাম্প, তা স্পষ্ট নয়। রয়টার্স, দ্য গার্ডিয়ান, ফক্স নিউজ।   



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ