মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের হাউজ, সিনেট, গভমেন্টশিপ ও স্টেট হাউজে ডেমোক্রেটদের কয়েকটি আসনে পরাজয়ের দায়ভার মেনে নিয়েছেন মার্কিন বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা। এবিসি নিউজকে ওবামা বলেন, পরিস্থিতি আমাদের অনুকূলে ছিল না। আমি এমন এক সময় দায়িত্ব গ্রহণ করেছিলাম যখন অর্থনৈতিক মহামন্দা চলছিল। আমি নির্বাচিত হওয়ার কয়েক বছরের মধ্যে মহামন্দা আরো তীব্র আকার ধারণ করে। ফলে যে ধরনের কাজ করা প্রয়োজন ছিল তা ইচ্ছা সত্ত্বেও করতে পারিনি। ওবামা আরো বলেন, আমার মনে হয় যে ধরনের কাজ করার প্রয়োজন ছিল তা আমরা সঠিকভাবে করতে পারিনি। যে ধরনের অর্থনৈতিক প্রবৃদ্ধি করার প্রয়োজন ছিল তা করা পুরোপুরি সম্ভব হয়নি। ওবামা আরো বলেন, ২০১০ সালে যারা কাজ হারিয়েছেন তাদের সংখ্যা এখনো অনেক বেশি রয়েছে। আমরা যখনই ওই পরিস্থিতি সামাল দিতে শুরু করি তখন থেকে একটির পর একটি আসন হারাতে থাকি। আর রিপাবলিকানরা আমাদের হাউজ, সিনেট, গভমেন্টশিপ ও স্টেট হাউজ দখল করে নেয়। ফলে তারা ধীরে ধীরে আইন প্রণয়নে আমাদের বাধা দিতে থাকে। যাইহোক আমাদের তৃণমূল থেকে আবার সংগঠিত হতে হবে। আমাদের ভালো কাজ করে দেখাতে হবে। আমি তা করে দেখিয়েছিলাম যখন আমি প্রার্থী ছিলাম। আমি মনে করে আমাদের পদ্ধতিগত প্রচারণা আরো বিস্তৃতি করতে হবে।
অপর খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা তার উত্তরসূরি ডোনাল্ড ট্রাম্পকে পরামর্শ দিয়েছেন, পারিবারিক ব্যবসার মতো হোয়াইট হাউস পরিচালনা না করতে। এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ওবামা বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর প্রতি শ্রদ্ধা রাখা উচিত ট্রাম্পের। ট্রাম্পকে তিনি বলেছেন, শপথ গ্রহণের পর বিশ্বের সবচেয়ে বড় প্রতিষ্ঠানের দায়িত্বে থাকবেন আপনি। শাসন কাজ পরিচালনা করা ও নির্বাচনী প্রচারাভিযানের মধ্যে পার্থক্য রয়েছে বলে ট্রাম্পকে সতর্ক করেন ওবামা। বিদায়ী প্রেসিডেন্ট হুঁশিয়ার করে বলেছেন, বিশ্বের রাজধানীগুলো, অর্থবাজারসমূহ এবং জনগণ ট্রাম্প যা বলেন তা গুরুত্বসহকারে গ্রহণ করে। প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার সাইবার হামলা নিয়ে গোয়েন্দা প্রতিবেদন এবং নির্বাচনে রাশিয়ার প্রভাব বিস্তারের বিষয়েও সাক্ষাৎকারে কথা বলেছেন ওবামা। গোয়েন্দাদের ওপর বিশ্বাস রাখার গুরুত্বের বিষয়ে ট্রাম্পকে জানিয়েছেন তিনি।
গত সপ্তাহে ট্রাম্প বলেছিলেন, তিনি গোয়েন্দা সংস্থার ভক্ত। তবে নির্বাচনে রাশিয়ার হ্যাকিং নিয়ে গোয়েন্দা প্রতিবেদনে খুব বেশি আস্থা দেখাননি তিনি। তা ছাড়া হ্যাকিং নিয়ে ডেমোক্র্যাটিক পার্টি যে দাবি করেছে, তা নিয়ে বিরক্তি প্রকাশ করে এর জন্য দলটিকে দায়ী করেন ট্রাম্প। তিনি বলেন, কম্পিউটার সার্ভারগুলো পরীক্ষা না করেই তারা কীভাবে বলে হ্যাকিং হয়েছে? উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে ২০ জানুয়ারি শপথ নেবেন ট্রাম্প। একই দিন বিদায় নেবেন ৪৪তম প্রেসিডেন্ট বারাক ওবামা। দ্য হিল, এবিসি নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।