মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : অল ইন্ডিয়া মাইনরিটি ফোরাম ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাথার চুল ও দাড়ি কেটে ন্যাড়া করে তার গায়ে ও মুখে কালি লাগিয়ে দিতে পারলে ২৫ লাখ রুপি পুরস্কার দেয়া হবে। একই সাথে দেশের প্রধানমন্ত্রীর পদ থেকে মোদিকে উৎখাত করে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জিকে এই পদে বসার ডাকও দেন তিনি। গত শনিবার কলকাতা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে মোদির বিরুদ্ধে এই সিদ্ধান্ত ঘোষণা করেন কলকাতার টিপু সুলতান মসজিদের ইমাম মওলানা নুরুর রহমান বরকতি। মোদি যে পাপ করেছেন তার শাস্তি হিসেবে এদিন বরকতি এই আর্থিক পুরস্কারের ঘোষণা দেন। বরকতি বলেন, নোট বাতিলের ফলে সাধারণ মানুষকে দিনের পর দিন ভোগান্তি পোহাতে হচ্ছে, সমস্যায় পড়তে হচ্ছে। মোদির শাসনকালে মুসলিম সমাজ একতরফা হয়ে গেছে। দেশের মানুষ আর মোদিকে চাইছে না। ভারতের অধিকাংশ মানুষই মমতাকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চায়। কারণ দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এই মুহূর্তে মমতাকেই এই পদে জরুরি। মমতা ঘনিষ্ট টিপু সুলতান মসজিদের শাহি ইমাম এর আগে বহুবার বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে এসেছিলেন। কয়েকদিন আগেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে পাথর ছুঁড়ে পশ্চিমবঙ্গ থেকে তাড়ানোর কথা বলেছিলেন তিনি। এদিনের বৈঠকে মমতার দলের সাংসদ ইদ্রিস আলি ছাড়াও অন্যান্য সংখ্যালঘু নেতারা উপস্থিত ছিলেন। ইমামের এই ঘোষণার সময়ই পাশ থেকে টেবিল পিটিয়ে সেই ফতোয়াকে সমর্থন জানান ইদ্রিস। একজন নির্বাচিত জনপ্রতিনিধি হয়েও প্রধানমন্ত্রীর বিরুদ্ধের ঘোষণা সমর্থন করা নিয়ে জোর আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। জি নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।