মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যে কোন সময় যুক্তরাষ্ট্রের মূল ভূখন্ডে আঘাত হানার উপযোগী ক্ষেপণাস্ত্র পরীক্ষার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। দেশটির প্রতি মার্কিন বৈরী নীতিই পিয়ংইয়ংকে এমন পদক্ষেপ নিতে বাধ্য করেছে বলে দাবি পিয়ংইয়ং-এর। উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা কেসিএনএ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক মুখপাত্রের বরাত দিয়ে গত রোববার সরকারের এমন অবস্থানের কথা জানিয়েছে। ওই মুখপাত্র বলেছেন, যে কোন সময় যে কোনও জায়গা থেকে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) ছোড়া হতে পারে। উত্তর কোরিয়া সরকারের সর্বোচ্চ সদর দফতর এটি নির্ধারণ করবে। পিয়ংইয়ং আইসিবিএম পরীক্ষা চালানোর চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন ঘোষণা দেয়ার মাত্র এক সপ্তাহের মধ্যে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এমন খবর প্রকাশিত হলো। পরমাণু এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি বাদ দেয়ার জন্য উত্তর কোরিয়ার ওপর ব্যাপক আন্তর্জাতিক চাপ রয়েছে। তবে এ চাপ উপেক্ষা করে বিগত বছরগুলোতে দেশটি এ দুই ক্ষেত্রে উন্নয়ন অব্যাহত রেখেছে। আইসিবিএম-এ ওয়ারহেড হিসেবে পরিচিত পরমাণু বোমা স্থাপনের বিষয়েও উল্লেখযোগ্য সাফল্য অর্জনের ঘোষণা দিয়েছে পিয়ংইয়ং। আল জাজিরা, বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।