Inqilab Logo

রোববার, ২৩ জুন ২০২৪, ০৯ আষাঢ় ১৪৩১, ১৬ যিলহজ ১৪৪৫ হিজরী

অস্ট্রেলিয়ার স্বাস্থ্যমন্ত্রী সুজান লের পদত্যাগ

| প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : অস্ট্রেলিয়ার স্বাস্থ্যমন্ত্রী সুজান লে ভ্রমণ ব্যয়ে অনিয়মের অভিযোগের মুখে পড়ে সাময়িকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বিষয়টি নিয়ে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে। সুজান লে এর বিরুদ্ধে অভিযোগ, তিনি সরকারি কোষাগার থেকে ব্যক্তিগত ভ্রমণের ট্যাক্স পরিশোধ করেছেন। সেই সঙ্গে ভ্রমণ স্থানে ২০১৫ সালে তিনি একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টও ক্রয় করেছেন। তার এই অনিয়মের অভিযোগ গত সপ্তাহ থেকেই আলোচনায় ছিল।এ বিষয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টার্নবুল জানিয়েছেন, অভিযোগের বিষয়ে তদন্তকালে কর্মকর্তাদের এ বিষয়ে যথাযথ সাহায্য করতে লে রাজি হয়েছেন। এক বিবৃতিতে টার্নবুল বলেন, মন্ত্রিসভার সদস্যরা আচরণ ও কর্মক্ষেত্রে তাদের সর্বোচ্চ মান রক্ষা করবেন এমনটা আমি আশা করি। বিশেষ করে জনগণের অর্থ ব্যয়ের ক্ষেত্রে। এপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ