নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বাংলাদেশ-নিউজিল্যান্ড, ৩য় টি-২০
মাউন্ট মঙ্গানুই (বে ওভাল), নিউজিল্যান্ড
টস : বাংলাদেশ
নিউজিল্যান্ড ইনিংস রান বল ৪ ৬
উইলিয়ামসন বোল্ড রুবেল ৬০ ৫৭ ৬ ১
নিশাম এলবি ব রুবেল ১৫ ১২ ৩ ০
মুনরো ক সৌম্য ব রুবেল ০ ৩ ০ ০
ব্রæস ক ইমরুল ব মোসাদ্দেক ৫ ৪ ১ ০
অ্যান্ডারসন অপরাজিত ৯৪ ৪১ ২ ১০
গ্র্যান্ডহোম অপরাজিত ৪ ৩ ০ ০
অতিরিক্ত (লেবা ১৪, ও ২) ১৬
মোট (৪ উইকেট, ২০ ওভার) ১৯৪
উইকেট পতন : ১-৩৪ (নিশাম), ২-৩৬ (মুনরো), ৩-৪১ (ব্রæস), ৪-১৬৫ (উইলিয়ামসন)।
বোলিং : মাশরাফি ৩.২-০-৪২-০, তাসকিন ৪-০-৩৭-০, রুবেল ৪-০-৩১-৩, সাকিব ৪-০-২২-০, মোসাদ্দেক ৩.৪-০-২৭-১, সৌম্য ১-০-২১-০।
বাংলাদেশ ইনিংস রান বল ৪ ৬
তামীম ক গ্র্যান্ডহোম ব বোল্ট ২৪ ১৫ ৩ ১
সৌম্য ক এন্ড ব সোধি ৪২ ২৮ ৬ ০
সাব্বির বোল্ড উইলিয়ামসন ১৮ ১৬ ২ ০
সাকিব ক অ্যান্ডারসন ব বোল্ট ৪১ ৩৪ ৪ ০
মাহমুদুল্লাহ আেল্ড সোধি ১৮ ১৪ ৩ ০
মোসাদ্দেক ক গ্র্যান্ডহোম ব স্যান্টনার ১২ ৭ ২ ০
নুরুল অপরাজিত ৭ ৫ ১ ০
রুবেল অপরাজিত ১ ১ ০ ০
অতিরিক্ত (লেবা ১, ও ৩) ৪
মোট (৬ উইকেট, ২০ ওভার) ১৬৭
উইকেট পতন : ১-৪৪ (তামীম), ২-৮২ (সৌম্য), ৩-৯৭ (সাব্বির), ৪-১২২ (মাহমুদুল্লাহ), ৫-১৫০ (মোসাদ্দেক), ৬-১৬১ (সাকিব)।
বোলিং : স্যান্টনার ৪-০-৩৭-১, হুইলার ৪-০-২৯-০, বোল্ট ৪-০-৪৮-২, নিশাম ১-০-১৭-০, সোধি ৪-০-২২-২, গ্র্যান্ডহোম ১-০-৪-০, উইলিয়ামসন ২-০-৯-১।
ফল : বাংলাদেশ ২৭ রানে পরাজিত।
ম্যান অব দ্য ম্যাচ : কোরি অ্যান্ডারসন (নিউজিল্যান্ড)।
সিরিজ : ৩ ম্যাচে হোয়াইটওয়াশ বাংলাদেশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।