Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুলবাড়ীতে দেয়াল ধসে আহত ২

প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ফুলবাড়ী (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা : ফুলবাড়ীতে পুরাতন দেয়াল ধসে চাপা পড়ে ২ নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়েছে। আহতরা হলেন- পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার পত্মীচাঁন গ্রামের সফিজ মোল্লা ও একই এলাকার সাহাবুল মোল্লা। আহতদের মধ্যে সফিজ মোল্লার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডাঃ আঃ রউফ। শ্রমিকরা জানায়, গতকাল শনিবার ফুলবাড়ী পৌর শহরে সার ও তেল ব্যবসায়ী জননী এন্টার প্রাইজের মালিক জয়নাল আবেদিনের বাড়িতে তারা বাড়ি নির্মানের কাজ করছিল। দুপুরে কাজ করার সময় নির্মাণাধীন বাড়ির একটি পুরাতন ইটের দেয়াল ভেঙ্গে পড়ে কর্মরত শ্রমিক সফিজ মোল্লা ও সাহাবুল মোল্লা চাপা পড়ে। এ সময় অন্যান্য শ্রমিকরা তাদেরকে উদ্ধার করার চেষ্টা করে। এ সময় খবর পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্ধার কর্মীরা ওই দু’জন শ্রমিক কে উদ্ধর করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুলবাড়ীতে দেয়াল ধসে আহত ২

২১ ফেব্রুয়ারি, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ