রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা : শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রামের ৭ম শ্রেণী পড়ুয়া জান্নাতি খাতুন (১২) নামে এক শিক্ষার্থীকে বিয়ে করতে এসে বর সেলিম রেজাসহ ৪ জনের অর্থদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালতে। একই সঙ্গে অর্থদ-ের মুখোমুখি হতে হয়েছে বরের দুলাভাই, কনের নানা ও কাজীকে। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ ইরতিজা আহসান জানান, উপজেলার বিনোদপুরের জমিনপুর গ্রামের মাত্র ১২ বছর বয়সী ৭ম শ্রেণীর ছাত্রী জান্নাতি খাতুনের সঙ্গে গত শুক্রবার দুপুরে গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের উত্তম ইসলামপুর গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে সেলিম রেজা (১৭)-এর বিয়ের আয়োজন করা হয়। বাল্যবিয়ের খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফাজ উদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বিয়ে বাড়িতে অভিযান চালায়। এ সময় বাল্যবিয়ের আয়োজন বন্ধ করে বর সেলিম রেজা, বরের দুলাভাই আবদুল হালিম, কনের নানা এমাজ উদ্দীন, জমিনপুর গ্রামের কাজী ওসমান গনিকে আটক করা হয়। পরে শুক্রবার রাত ৮টার দিকে বরসহ চারজনকে ভ্রাম্যমাণ আদালতে ১ হাজার টাকা করে অর্থদ- প্রদান করে ছেড়ে দেয়া হয়।
হত্যাকারীদের বিচার দাবি
আওয়ামী লীগ কর্মী আবুল কালাম এডু হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ধোবড়া নামক স্থানে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন শাহবাজপুর ইউনিয়ন আ’লীগ নেতা ডা. কাজেম আলী, মুক্তিযোদ্ধা আরিফ আলী, নিহতের পিতা আবদুস সালাম, যুবলীগ নেতা আবুল কালাম আজাদসহ স্থানীয় ব্যক্তিবর্গরা। সমাবেশে বক্তারা বলেন, গেল ২০১৫ সালের ২০ ফেব্রুয়ারী সন্ধ্যায় ধোবড়া বাজারে জামায়াত-বিএনপি’র সন্ত্রাসীরা আ’লীগ কর্মী আবুল কালাম এডুকে নৃংশস্য কুপিয়ে হত্যা করে। বর্তমানে মামলাটি চাঁপাইনবাবগঞ্জ আদালতে বিচারাধীন রয়েছে। মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে হস্তান্তরের জন্য সরকারে কাছে জোর দাবি জানান বক্তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।