Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বরফে অচল নিউইয়র্কসহ কয়েকটি অঙ্গরাজ্য

| প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক :  অত্যধিক তুষারপাতে অচল হয়ে পড়েছে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্য। কয়েক ঘণ্টার মধ্যেই নিউইয়র্ক শহরের অলিগলি, রাজপথসহ বিস্তীর্ণ এলাকা তুষারে সয়লাব হয়ে গেছে। জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। গত শনিবার ভোর রাত থেকে শুরু হয় তুষারপাত। এমনকি বাড়িঘরের আঙিনাও তুষারে ঢাকা পড়ে গেছে। খুব প্রয়োজনীয় কাজ না থাকলে কেউ ঘর থেকে বের হচ্ছেন না। তাৎক্ষণিকভাবে তুষার পরিষ্কারে রাজপথে কাজ শুরু করেছে নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষের বিশেষ যানবাহনগুলো। এদিকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আবহাওয়া বার্তা বিভাগ। তারা ঘণ্টায় ঘণ্টায় বুলেটিন দিয়ে তুষারপাতের সর্বশেষ অবস্থা জনগণকে জানাচ্ছে। আবহাওয়া বার্তা বিভাগ বলছে, সূর্যের দেখা মিলবে যখন তখন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি ফারেনহাইট। নিউইয়র্কের নতুন অভিবাসীরা তুষারপাতকে উপভোগ করছেন। কুইন্সের এলমাস্টের বাসিন্দা প্রাইভেট কোম্পানিতে কর্মরত ইমরান হোসেন বলেন, তুষারের মধ্যে কাজে যাচ্ছি। নতুন অভিজ্ঞতা হিসেবে এই তুষারপাতকে উপভোগ করছি। একটি গণমাধ্যমে কর্মরত তুষারপাত উপভোগকারী জ্যাকসন হাইটসের বাসিন্দা বলেন, সকালটা ভালো কেটেছে। শনিবার ছুটির দিন বলে বাসায় সময় দেওয়া যাচ্ছে। তুষারপাতকে খুবই উপভোগ করছি। নিউইয়র্ক, নিউজার্সিসহ যেসব অঙ্গরাজ্যগুলো তুষারে ঢাকা পড়েছে সেখানেও জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। স্বাভাবিক সময়ে সড়কপথে যেখানে এক ঘণ্টা সময় লাগে তুষারপাতের কারণে সময় লাগছে দুই থেকে আড়াই ঘণ্টা। সিএনএন, ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ