মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে ড্যান কোটস কে বেছে নিয়েছেন যুক্তরাষ্ট্রের হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন সিনেটে পাস হলেই তার নিয়োগ নিশ্চিত হয়ে যাবে। সেক্ষেত্রে জেমস ক্লাপারের স্থলাভিষিক্ত হবেন তিনি। বিবিসির খবরে বলা হয়, ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের সাবেক সিনেটর কোটস বর্তমানে সিনেট ইনটেলিজেন্স কমিটিতে কাজ করছেন। কোটস সম্পর্কে ট্রাম্প বলেন, কোটস অবিচল নেতৃত্ব প্রদান করবেন এবং বিরামহীন নজরদারির মাধ্যমে অগ্রণী ভূমিকা পালন করে যারা আমাদের দেশের ক্ষতি করার পরিকল্পনা করছে তাদের বিরুদ্ধে আমার প্রশাসনকে ব্যবস্থা নিতে সাহায্য করবেন। এক বিবৃতিতে কোটস বলেন, আমেরিকার সুরক্ষার চাইতে বড় আর কিছু নেই এবং এটা বাস্তবায়ন করতে আমি আমার সর্বোচ্চ ক্ষমতা কাজে লাগাব। রয়টার্স, বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।