Inqilab Logo

সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

চৌদ্দগ্রামে ইয়াবা উদ্ধার

প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

চৌদ্দগ্রাম (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা : কুমিল্লার চৌদ্দগ্রাম থানা পুলিশ শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৬ হাজার ৮শ’ ২০পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। পুলিশ জানায়, মোটরসাইকেল যোগে ইয়াবা ট্যাবলেটের একটি বড় চালান আসতেছে এমন খবর পাওয়ার পর শুক্রবার রাত ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশ অবস্থান নেয়। মহাসড়কের বসন্তপুর এলাকায় পুলিশ ওই মোটরসাইকেলটিকে দাঁড়ানোর সংকেত দিলে তা দ্রুত বেগে চলে যায়। পিছনে পিছনে ধাওয়া করে পরে হাইওয়ে পুলিশের সহযোগিতা নিয়ে মহাসড়কের বাবুর্চি এলাকায় আবারো ব্যারিকেট দেয়া হলে মোটরসাইকেল থেকে একটি কাপড়ের ব্যাগ ফেলে দিয়ে দ্রুত চলে যায়। পরে ওই ব্যাগটি কুড়িয়ে নেয় পুলিশ। ওই ব্যাগের ভিতরে টেপদিয়ে পেছানো অবস্থায় ৩টি কাটন পাওয়া যায়। প্রতি কাটনে ১৫টি প্যাকেট মোড়ানো ছিল। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফরহাদ জানান, ইয়াবা উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করা হবে। মাদকের বিষয়ে কোন ছাড় নেই আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চৌদ্দগ্রামে ইয়াবা উদ্ধার

২১ ফেব্রুয়ারি, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ