Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্ষমা চাইলেন ইসরাইলি রাষ্ট্রদূত

| প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক: ব্রিটিশ প্রতিমন্ত্রী অ্যালান ডানকানসহ আরও কয়েকজন পার্লামেন্ট সদস্যকে উৎখাতের ষড়যন্ত্র সম্পর্কিত এক ইসরাইলি কূটনীতিকের ভিডিও প্রকাশের পর ব্যাপক চাপে পড়ে ইসরাইল কর্তৃপক্ষ। পরে লন্ডনে ইসরাইলের রাষ্ট্রদূত মার্ক রেগেভ এজন্য ক্ষমা চেয়েছেন। গোপন ক্যামেরায় ধারণ করা ওই ভিডিওটি প্রকাশ করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। গত বছর অক্টোবরে ধারণ করা ওই ভিডিওটি অনুসন্ধানের অংশ বলে জানিয়েছে আল-জাজিরা। ভিডিওতে সকল কূটনৈতিক শিষ্টাচার ভঙ্গ করে ওই ভিডিওতে শাই মাসোত নামের ইসরাইল দূতাবাসের ওই কর্মকর্তা কয়েকজন ব্রিটিশ এমপি সম্পর্কে অগ্রহণযোগ্য মন্তব্য করেন এবং তাদের ক্ষমতা থেকে উৎখাতের ষড়যন্ত্রের কথা উল্লেখ করেন। ইসরাইলি কূটনীতিক মাসোত ব্রিটিশ শিক্ষামন্ত্রী রবার্ট হাফলনের সহযোগী মারিয়া স্ট্রিজোলোর সঙ্গে এক রেস্তোরাঁয় বসে কথা বলছিলেন। যিনি ফ্রেন্ডস অব ইসরাইলের রাজনৈতিক পরিচালক এবং একজন গোপন প্রতিবেদক। লন্ডনে ইসরাইলের দূতাবাস থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, মাসোতের এসব মন্তব্যকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করা হয়। আরও বলা হয়, এজন্য ইসরাইল দায়বদ্ধ নয় এবং তাতে ইসরাইলের পররাষ্ট্রনীতির প্রতিফলন ঘটেনি বলেও দাবি করা হয়।
বিবৃতিতে বলা হয়, দূতাবাসের একজন নিম্ন পদস্থ কর্মকর্তা ওই মন্তব্য করেছেন। তিনি ইসরাইলি কূটনীতিক নন। খুব অল্প সময়ের মধ্যেই দূতাবাসে তার কাজের মেয়াদ শেষ হবে। শুক্রবার মার্ক রেগেভ প্রতিমন্ত্রী অ্যালান ডানকানের সঙ্গে কথা বলেছেন এবং মাসোতের আক্রমণাত্মক মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। তিনি বলেছেন, মাসোতের ওই মন্তব্য একদমই অগ্রহণযোগ্য। ইসরাইল দূতাবাস থেকে মাসোতকে কূটনৈতিক নন, সাধারণ নিম্নপদস্থ কর্মকর্তা বলে উল্লেখ করলেও মাসোতের লিঙ্কড ইন প্রোফাইলেও তার পরিচয় স্পষ্ট। মাসোত ইসরাইল প্রতিরক্ষা বাহিনীতে ২০০৪ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত গাজায় পেট্রল বোটে কাজ করতেন। তিনি সেখানে মেজর পদে কর্মরত ছিলেন। সূত্র: বিবিসি, দ্যা গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ