Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শরণখোলায় কলেজ ছাত্রী অপহরণকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ-সমাবেশ ২৪ ঘণ্টার আল্টিমেটাম

| প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

শরণখোলা উপজেলা সংবাদদাতা : শরণখোলায় কলেজ ছাত্রী ফাতেমা-তুজ-জোহরা সান্তা অপহরণকারী সবুর ও সজিব আকনকে গ্রেফতারের জন্য ২৪ ঘণ্টা আল্টিমেটাম দেয়া হয়েছে। অন্যথায় সোমবার সকাল সন্ধ্যা উপজেলা সদর রায়েন্দো বাজারে সর্বাত্মক ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। গতকাল শনিবার বিকাল পাঁচটায় এলাকাবাসী ও বাজারের ব্যবসায়ীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশ থেকে এ কর্মসূচী ঘোষণা দেন রায়েন্দা সদর ইউপি চেয়ারম্যান ও বাজার কমিটির সভাপতি আসাদুজ্জামান মিলন। এদিকে, এ ঘটনায় গতকাল বিকালে ৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১০/১২ জনকে আসামি করে শরণখোলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অবস্থার অবনতি ঘটলে গুরুতর আহত সান্তার পিতা দুলু গাজী ও তার মাতা আঞ্জুমান আরাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
সমাবেশে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন করে বক্তারা বলেন, উপজেলা সদরে এ ধরনের ন্যক্কারজনক ঘটনা ইতিপূর্বে ঘটেনি। আগামী ২৪ ঘন্টার মধ্যে সবুর ও সজিবকে গ্রেফতার করে পুলিশের অবস্থান পরিষ্কার করতে হবে। নইলে সোমবার ধর্মঘট পালনের পরে বৃহত্তর কর্মসূচী ঘোষণা দেয়া হবে বলে হুঁশিয়ারী উচ্চারণ করেন কয়েকজন বক্তা। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এমএ রশিদ আকন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ এম সাইফুল ইসলাম খোকন, সদরের ইউপি সদস্য জালালউদ্দিন রুমি, যুবলীগ নেতা জিয়াউদ্দিন তালুকদার, ছাত্রলীগ নেতা হাসিব বিল্লাহ্ ও আসাদুজ্জামান আসাদ।
প্রসঙ্গত, শনিবার রাতে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সবুর আকন ও তার ছেলে সজিব আকনের নেতৃত্বে অনার্স পড়–য়া কলেজ ছাত্রী সান্তাকে অপহরণ করা হয় এবং তার পিতা দুলু গাজী ও মাতা আঞ্জুমান আরা বেগমকে কুপিয়ে গুরুতরভাবে আহত করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ২৪


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ