পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
নওগাঁ জেলা সংবাদদাতা : নওগাঁয় বিশিষ্ট ব্যবসায়ী মেসার্স ইথেন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেলের উদ্যোগে ব্যবসায়ীদের মিলন মেলা-২০১৭ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ মনিরুজ্জামান। শনিবার সকালে শহরের মুক্তি কমিউনিটি সেন্টারে নওগাঁ চেম্বর অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও মেসার্স ইথেন ইন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ইকবাল শাহরিয়ার রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যোর মধ্যে নওগাঁ এলজিইডির নির্বাহী প্রকৌশলী একেএম বাদশা মিয়া, নওগাঁ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি আহম্মদ আলী, আকিজ সিমেন্টের সিনিয়র সেলস ম্যানেজার মনিরুজ্জামান পলাশ, ইউনিক সিমেন্টের জেনারেল ম্যানেজার শাহ জামাল শিকদার, সিয়াম সিটি সিমেন্টের জেনারেল ম্যানেজার নাছিরুল আলম, দেশ বন্ধু সিমেন্টের সেলস এন্ড মার্কেটিং ম্যানেজার নবীনুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি জেলার সর্ব্বোচ সেলসম্যানকে এবং সর্ব্বোচ ক্রেতাকে পুরস্কৃত করেন। এছাড়াও র্যাফেল ড্র্র, প্রীতিভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।