Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেড়েছে স্বর্ণের দাম

| প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

কর্পোরেট ডেস্ক : আন্তর্জাতিক বাজারে আবার মূল্যবান ধাতু স্বর্ণের দাম বেড়েছে। ধাতুটির দাম বাড়াতে ভূমিকা রেখেছে ডলারের অবনমন। আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয়েছে ১ হাজার ১৮০ ডলার ১০ সেন্টে, যা আগের দিনের চেয়ে দশমিক শূন্য ২ শতাংশ বেশি। গত বুধবার নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জের (নিমেক্স) কোমেক্স ডিভিশনে ফেব্রæয়ারিতে সরবরাহ চুক্তিতে স্বর্ণের দাম দশমিক ৩ শতাংশ বেড়েছিল। সেদিন এখানে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয়েছিল ১ হাজার ১৬৫ ডলার ১০ সেন্টে। মঙ্গলবার কোমেক্সে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয়েছিল ১ হাজার ১৬২ ডলারে। সেদিন তিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চে উঠেছিল ধাতুটির দাম। অর্থাৎ টানা তিনদিন ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে রয়েছে মূল্যবান ধাতু স্বর্ণের বাজার। ২০১৬ সালের শেষ দিকে যুক্তরাষ্ট্রের নির্বাচন ও ফেডারেল রিজার্ভের সুদহার বাড়ানোর সিদ্ধান্তে ধাতুটির দাম কমতে শুরু করে। তবে ধাতুটির দামে ৮ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে গত বছর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দাম

২৮ ফেব্রুয়ারি, ২০২৩
১১ ফেব্রুয়ারি, ২০২৩
১৯ জানুয়ারি, ২০২৩
১৪ জানুয়ারি, ২০২৩
১০ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ