মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : সিরিয়ায় সামরিক উপস্থিতি কমাতে শুরু করেছে রাশিয়া। প্রথমেই সিরিয়া উপকূল থেকে সরিয়ে নেওয়া হচ্ছে বিমানবাহী রণতরী। রুশ সশস্ত্রবাহিনীর প্রধান জেনারেল ভ্যালেরি গেরাসিমভের বরাত দিয়ে গত শুক্রবার দেশটির সংবাদ সংস্থা তাস এ খবর দিয়েছে। গেরাসিমভ বলেন, রাশিয়ার সশস্ত্রবাহিনীর সুপ্রিম কমান্ডার (প্রেসিডেন্ট) ভøাদিমির পুতিনের সিদ্ধান্ত অনুযায়ী রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় সিরিয়ায় মোতায়েন করা তাদের সশস্ত্রবাহিনী হ্রাস করতে শুরু করেছে। তবে কি পরিমাণ হ্রাস করা হচ্ছে সে বিষয়ে কিছু বলা হয়নি। ভূমধ্যসাগরের সিরীয় উপকূলে অবস্থান করা রাশিয়ার বিমানবাহী রণতরীর সর্বপ্রথম সিরিয়া ছাড়ার কথা রয়েছে বলেও জানিয়েছেন তিনি। সিরিয়ায় ছয় বছরের গৃহযুদ্ধের অবসান ঘটাতে শান্তি আলোচনা শুরুর বিষয়ে কয়েকদিন আগে একমত হয় রাশিয়া ও তুরস্ক। এর অংশ হিসেবে গত ২৯ ডিসেম্বর পুতিন সিরিয়ার বিস্তৃত এলাকায় যুদ্ধবিরতি ঘোষণা করেন। ওই দিন মধ্যরাত থেকেই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথাও বলেন তিনি। তাস, ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।