Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

তুরস্কে চাকরিচ্যুত হলো আরো ৬ হাজার ব্যক্তি

| প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : তুরস্কে জারি থাকা জরুরি অবস্থার মধ্যেই ছয় হাজারেরও বেশি পুলিশ, সরকারি চাকরিজীবী এবং শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। গেল বছরের জুলাইয়ে দেশটিতে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের জেরে দেশটিতে চলা শুদ্ধি অভিযানের অংশ হিসেবে সরকারি গেজেটের মাধ্যমে এই ডিক্রি জারি করা হয়েছে। জারিকৃত এক ডিক্রিতে ২,৬৮৭ পুলিশ কর্মকর্তা, বিচার মন্ত্রণালয়ের ১,৬৯৯ কর্মকর্তা, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৮৩৮ কর্মকর্তা, ৬৩০ জনেরও বেশি শিক্ষক-কর্মকর্তা এবং ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ১৩৫ জন কর্মকর্তাকে চাকরিচ্যুতির নির্দেশ দেওয়া হয়। এছাড়াও বিদেশে অবস্থানরত অনেক তুর্কি নাগরিককে দেশে ফিরে আসার নির্দেশ দিয়েছে সরকার। তিন মাসের মধ্যে তারা ফিরে না এলে তাদের নাগরিকত্ব বাতিল করা হবে বলেও ডিক্রিতে বলা হয়েছে। ব্যর্থ ওই সামরিক অভ্যুত্থানের পর থেকে দেশটিতে প্রায় ১ লাখ ২০ হাজার ব্যক্তির চাকরি স্থগিত কিংবা বরখাস্ত করা হয়েছে। অবশ্য এরপর হাজার হাজার ব্যক্তি চাকরিতে পুনর্বহাল হলেও ৪১ হাজারেরও বেশি চাকরিজীবীর বিচার নিষ্পত্তি না হওয়ায় তাদের কারাগারে রাখা হয়েছে। চলতি সপ্তায় দেশটির ক্ষমতাসীন একে পার্টি নিয়ন্ত্রিত পার্লামেন্ট জরুরি অবস্থার মেয়াদ আরো তিন মাস বাড়ানোর বিষয়টি অনুমোদন করে। যুক্তরাষ্ট্রে অবস্থানকারী তুর্কি ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের অনুসারীদের বিরুদ্ধে টেকসই শুদ্ধি অভিযান নিশ্চিত করার লক্ষ্যে এই সময় প্রয়োজন বলে সরকারের তরফে জানানো হয়। গেল বছরের ১৫ জুলাই ব্যর্থ সামরিক অভ্যুত্থানের জন্য তুর্কি সরকার গুলেন ও তার অনুসারীদের দায়ী করে আসছে। তবে বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছেন গুলেন। রয়টার্স,বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ