Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জার্মানিতে যুক্তরাষ্ট্রের ট্যাংক মোতায়েন

| প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : রুশ-মার্কিন উত্তেজনার মাধ্যেই জার্মানির ব্রান্ডেনবার্গ রাজ্যের মাধ্যমে পূর্ব ইউরোপে যুদ্ধট্যাংক ও সামিরকযান মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। ক্রিমিয়া ছিনিয়ে নেওয়ার মতো আগ্রাসন পূর্ব ইউরোপেও চালাতে পারে রাশিয়া- এমন আতঙ্ক থেকে এ অঞ্চলে যুদ্ধট্যাংক ও সমরযান মোতায়েন করছে। জার্মানির ব্রিমারহ্যাভেন বন্দরে গত শুক্রবার মার্কিন জাহাজ থেকে ৮৭টি যুদ্ধট্যাংক ও ১৪৪টি সামিরকযান নামানো হয়েছে। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর এই প্রথম এত বৃহৎ পরিসরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। পূর্ব ইউরোপে ন্যাটোর পাশাপাশি যুক্তরাষ্ট্র সামরিক সরঞ্জাম ও ৩ হাজার ৫০০ সৈন্য মোতায়েন করছে। এ অঞ্চলে রাশিয়া যেন আগ্রাসন চালাতে না পারে, সেজন্যই প্রস্তুত হচ্ছে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের ধারণা, এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিপুলসংখ্যক সামরিক সরঞ্জাম ও সেনার উপস্থিতি মস্কোকে ক্ষেপিয়ে তুলবে। মস্কো ও পশ্চিমা জোটের মধ্যে সামরিক উত্তেজনা আরো বাড়বে।
আগামী দুই সপ্তাহ ধরে জার্মানির ব্রান্ডেনবার্গ রাজ্যের মাধ্যমে পূর্ব ইউরোপে মোতায়েন করা হবে যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম। ব্রান্ডেনবার্গ রাজ্যে বামপন্থি সরকার ক্ষমতায় রয়েছে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ