Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পশ্চিমবঙ্গে মোতায়েন হচ্ছে রাফায়েল যুদ্ধবিমান

| প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : চীনের সঙ্গে পরমাণু অস্ত্র নিয়ে উত্তেজনার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের হাসিমারা বিমানঘাঁটিতে রাফায়েল যুদ্ধবিমান মোতায়েন করতে যাচ্ছে ভারত। এটি হবে ভারতের প্রথম রাফায়েল স্কয়াড্রন বিমানঘাঁটি। রাফায়েল যুদ্ধবিমান পরমাণু অস্ত্র বহনে সক্ষম। আসামের তেজপুর ও চাবুয়া থেকে এরইমধ্যে সুখোই-৩০এমকেআই যুদ্ধবিমান পরিচালনা করা হচ্ছে। এবার পশ্চিমবঙ্গের হাসিমারা বিমানঘাঁটি থেকে ১৮টি রাফায়েল যুদ্ধবিমান ২০১৯ সাল নাগাদ পরিচালানার পরিকল্পনা চূড়ান্ত করেছে বিমানবাহনী। ভারত বর্তমানে আন্তঃমহাদেশীয় বিধ্বংসী ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) অগ্নি-৪ ও অগ্নি-৫-এর চূড়ান্ত পরীক্ষা চালাচ্ছে। কয়েক বছর আগে অগ্নি-৩ ক্ষেপণাস্ত্র পরমাণু অস্ত্র ভা-ারে ব্যবহারের জন্য মজুত করা হয়েছে। ভারতের পরমাণু অস্ত্র ভা-ারের দায়িত্বে রয়েছে বিশেষ বাহিনী স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড (এসএফসি)। ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে ফ্রান্সের সঙ্গে ৫৯ হাজার কোটি রুপির রাফায়েল যুদ্ধবিমান ক্রয় চুক্তি করে ভারত। এ চুক্তির আওতায় ২০২২ সালের মাঝামাঝি ৩৬টি যুদ্ধবিমান পাবে ভারতের বিমানবাহিনী। বিশেষ ক্ষমতাসম্পন্ন এসব বিমান উঁচু অঞ্চলে অভিযান চালাতে সক্ষম। প্রতিটি বিমান ৯ দশমিক ৩ টন ওজনের অস্ত্র বহন করতে পারবে। টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ