বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দেবিদ্বার উপজেলা সংবাদদাতা : কুমিল্লার দেবিদ্বার উপজেলার মোহনপুর উচ্চ বিদ্যালয়ের ৭০ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রাক্তণ ছাত্র-ছাত্রীদের পূর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজী মোহাম্মদ ফখরুল এমপি। বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হাজী আবদুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বানিজ্য মন্ত্রনালয়ের উপ-সচিব আবদুল মজিদ, কৃষিবিদ রফিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগ ফেনীর উপ-পরিচালক আবু দাউদ গোলাম মোস্তফা, সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার উল হালিম, ঢাকা গ্রুপের এম.ডি আবুল কালাম আজাদ, কুমিল্লা জেলা পরিষদ সদস্য শাহজাহান সরকার, ব্যবসায়ী আলমগীর কবির। বক্তব্য রাখেন দেবিদ্বার থানার ওসি (তদন্ত) মোর্শেদ পারভেজ তালুকদার, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শাহাদাত হোসেন মিঠু, শিল্পপতি শাহ মঞ্জুরুল হক বিপ্লব, সাংবাদিক সাইফুল ইসলাম মাসুম, ছাত্রলীগ নেতা আবু কাউছার অনিক, জামাল হোসেন প্রমুখ। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশ-বরেন্য শিল্পীরা মনমুগ্ধকর সংগীত পরিবেশন করে ওই এলাকা মাতিয়ে তোলে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।