বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : এমপি লিটন হত্যা মামলায় সুুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আহসান হাবিব মাসুদকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে। গতকাল (শুক্রবার) ভোররাতে নিজ বাসভবন থেকে তাকে আটক করে পুলিশ। আটকের পর থেকে মাসুদকে দফায়-দফায় জিজ্ঞাসাবাদ করছে পুলিশ, র্যাবসহ বিভিন্ন তদন্তকারী দল। মাসুদের বড় ভাই গোলাম মতুর্জা টুকু তার আটকের বিষয়টি নিশ্চিত করেন এবং বলেন মাসুদের স্ত্রী থানায় গিয়ে তাকে খাবার দিয়ে এসেছেন। তবে আটকের বিষয়টি এমপি হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক আবু হায়দার আশরাফুজ্জামান অস্বীকার করেন। শুধু তাই নয় কোন তথ্যের জন্য পুলিশকে ফোন দিয়ে পাওয়া যায় না। তবে পুলিশ বর্তমানে এমপি লিটন হত্যা মামলার তদন্ত নিয়ে খুব ব্যস্ত সময় পার করছেন বলে জানা গেছে।
বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ অব্যাহত : উপজেলায় আ’লীগের আয়োজনে গতকাল বিকেলে ধুবনী কঞ্চিবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এমপি লিটনের নৃসংশ হত্যাকা-ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। কঞ্চিবাড়ি ইউনিয়ন আ’লীগের সভাপতি গোলাম রব্বানীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আহম্মেদ, পৌর আ’লীগের সহ-সভাপতি এটিএম মাসুদুল ইসলাম চঞ্চল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, আ’লীগ নেতা ডাক্তার শফিউল আলম, কামরুল হুদা রাজু, খলিলুর রহমান তরফদার, ফজলার রহমান মাস্টার, জোতিময় চক্রবর্তী, ওসমান গণি, যুবলীগ নেতা রেজাউল ইসলাম রেজা। বক্তারা অবিলম্বে প্রকৃত খুনিদের গ্রেফতারের জোর দাবি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।