Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

মহিলাদের পোশাক পরে পালানো রামদেব সন্ন্যাসী হয় কীভাবে -স্বামী স্বরূপানন্দের প্রশ্ন

| প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতে যোগগুরু নামে পরিচিত বাবা রামদেবের সমালোচনা করে দ্বারকা সারদা পীঠ মন্দিরের প্রধান পুরোহিত শঙ্করাচার্য স্বামী স্বরূপানন্দ বলেছেন, মহিলাদের পোশাক পরে পালানো রামদেব সন্ন্যাসী হয় কীভাবে? বৃহস্পতিবার বারাণসীতে তিনি ওই মন্তব্য করেন।
বাবা রামদেবের নোট বাতিলের সিদ্ধান্ত সমর্থন করাকে কেন্দ্র করে স্বামী স্বরূপানন্দ বলেন, ‘যিনি পুলিশের ভয়ে মহিলাদের পোশাক পরে পালিয়ে যান তিনি আবার কিসের ঋষি? এ ধরনের ব্যক্তি ঋষি এবং সন্ন্যাসী হতে পারেন না। উনি সন্ন্যাসী রূপ ব্যবহার করে এবং লাল কাপড় পরিধান করে ব্যবসা চালাচ্ছেন। উনি কী ত্যাগ করেছেন?’
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল প্রসঙ্গে স্বামী স্বরূপানন্দ বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নোট বাতিলের পরিবর্তে গো-মাংস রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করছেন না কেন?’  
তিনি প্রধানমন্ত্রীর ক্যাশলেস ব্যবস্থাপনার ফর্মুলাকেও নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, ‘ক্যাশলেসের ফলে দেশ বরবাদ হয়ে যাবে। দেশ জরুরিকালীন অবস্থার মধ্য দিয়ে চলছে। একশ’র বেশি মানুষ ব্যাংক/এটিএমের সামনে লাইন দিতে গিয়ে মারা গেছে। সমস্ত অর্থ ব্যাংকে জমা পড়েছে। মানুষের অর্থ তাদের নিজেদের কাছে নেই।’
নোট বাতিলের ফলে সন্ত্রাসীরা বিপাকে পড়বে কেন্দ্রীয় সরকারের এমন দাবিও নাকচ করে দিয়ে স্বামী স্বরূপানন্দ বলেন, ‘সীমান্ত পেরিয়ে কোনো সন্ত্রাসী বুকে নোট বেঁধে নিয়ে আসে না, তারা বোমা বেঁধে আসে। তারা উন্মাদনা সঙ্গে নিয়ে আসে। তাদের টাকা-পয়সার কোনো প্রয়োজন নেই।’   
২০১১ সালে কংগ্রেস সরকারের আমলে দুর্নীতি, কালো টাকা ইত্যাদি ইস্যুতে আন্দোলন কর্মসূচিতে অংশ নেয়ার জন্য দিল্লির রামলীলা ময়দানে এক ধর্না-সমাবেশ মঞ্চে উপস্থিত হন বাবা রামদেব। সেখানে গভীর রাতে পুলিশ লাঠি এবং কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে উপস্থিত ৫০/৬০ হাজার জনতাকে ছত্রভঙ্গ করে দেয়। পুলিশি অভিযানের হাত থেকে রক্ষা পেতে তিনি ধর্না মঞ্চ থেকে লাফিয়ে পালিয়ে যান মহিলা ভক্তদের মধ্যে। সেখানে মহিলাদের পোশাক পরে পুলিশের চোখে ধুলো দেয়ার চেষ্টা করেন তিনি। রামদেব অবশ্য ওই পরিকল্পনায় সফল হতে পারেননি। তাকে আটক করতে গিয়ে অবশেষে মহিলা পুলিশকে ডাকতে হয়। ওইদিন ভোরে রামদেবকে হরিদ্বারে ফেরত পাঠানো হয়।
রামদেব দুর্নীতি নিয়ে সরব হলেও সে সময় শবনম হাসমির মতো সমাজসেবী বলেন, রামদেব আগে নিজের সম্পত্তির হিসেব দিন। স্কটল্যান্ডে তার নিজস্ব দ্বীপ রয়েছে। তিনি কয়েক হাজার কোটি টাকার সম্পত্তির মালিক। সূত্র : পার্স টুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ