প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক: চিত্রনায়িক মাহিয়া মাহি ছিলেন প্রযোজনা প্রতিষ্ঠান জাজ-এর আবিষ্কার। এ প্রতিষ্ঠানের মাধ্যমেই তিনি চলচ্চিত্রে মোটামুটি একটা জায়গা করে নেন। জাজ তাকে ছেড়ে দেয়ার ফলে অনেকটা পানিতে পড়ে যান মাহিয়া মাহি। দিশেহারা হয়ে পড়েন। দিশেহারা হয়ে বিয়েও করে ফেলেন। এতে অনেকে ভেবেছিলেন চলচ্চিত্রে মাহিয়া মাহির দিন শেষ। কারণ বিবাহিত নায়িকাদের সিনেমা দর্শক পছন্দ করে না। তবে তাদের ধারণা ভুল প্রমাণ করে মাহি বেশ কয়েকটি সিনেমায় অভিনয় শুরু করেন। এর মধ্যে সফল সিনেমা উপহার দেয়া বদিউল আলম খোকন রয়েছেন। খোকন মাহিকে নিয়ে হারজিৎ নামে একটি সিনেমা শুরু করেন। এই খোকনই আবার তার নতুন একটি সিনেমায় মাহিকে চুক্তিবদ্ধ করেছেন। সিনেমাটির নাম ‘তুমি আমার প্রিয়া’। এর আগে খোকন শাকিব ও অপু বিশ্বাসকে নিয়ে প্রিয়া আমার প্রিয়া নামে একটি সিনেমা নির্মাণ করেছিলেন। সিনেমাটি সুপারহিট হয়। এ সিনেমায় শাকিবকে পারিশ্রমিক দিয়েছিলেন ৭ লাখ টাকা। সিনেমাটি সুপারহিট হওয়ার পর থেকেই শাকিবের পারিশ্রমিক এক লাফে ৩০ লাখে উঠে যায়। শাকিবকে নিয়ে খোকন এ পর্যন্ত গোটা দশেকের বেশি সিনেমা নির্মাণ করেন। শেষ পর্যন্ত শাকিবের অভব্য আচরণের কারণে তাকে নিয়ে খোকন আর সিনেমা না নির্মাণের ঘোষণা দেন। খোকন এখন নতুনদের নিয়ে সিনেমা নির্মাণে উদ্যোগী হয়েছেন। বলা যায়, তিনি নতুনদের নিয়ে সিনেমা নির্মাণে ‘ডাইভ’ দিয়েছেন। এর মধ্যে নায়িকা হিসেবে রয়েছেন মাহি। তাকে নিয়ে একাধিক সিনেমা নির্মাণের উদ্যোগ নিয়েছেন। সর্বশেষ তুমি আমার প্রিয়া। এতে নায়ক হিসেবে কে থাকছেন, তা এখনো চূড়ান্ত নয়। তবে বোঝা যাচ্ছে, মাহিকে নিয়েই তিনি একের পর এক সিনেমা নির্মাণ করবেন। সিনেমার অনেকেই এখন টিপ্পনি কেটে বলছেন, বিয়ের পর এখন পর্যন্ত মাহির বড় ধরনের কোনো সিনেমা মুক্তি পায়নি। তাকে দর্শক কীভাবে গ্রহণ করবে, তাও নিশ্চিত নয়। খোকনের সিনেমা মুক্তির পর মাহিকে যদি দর্শক গ্রহণ না করে, তার এই ‘ডাইভ’ ডুবে যেতে পারে। তবে এর জন্য মাহিকে নিয়ে খোকনের সিনেমা মুক্তি পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখা যাক, খোকনের এই ‘ডাইভ’ কতটা সফল হয়!
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।