মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ১৯৯৩ সালের মুম্বাই বিস্ফোরণের মূল হোতা দাউদ ইব্রাহিমের সম্পত্তি বাজেয়াপ্ত করতে চলেছে আরব আমিরাত প্রশাসন। অনুমান করা হচ্ছে বাজেয়াপ্ত করা সম্পত্তির মূল্য হতে পারে প্রায় পনেরোশ’ কোটি টাকা। যদিও এ বিষয়ে কোনও তথ্য দিতে পারেনি পররাষ্ট্র মন্ত্রণালয় ও গোয়েন্দা সংস্থাগুলো। মনে করা হচ্ছে, ভারতের সঙ্গে পারস্পরিক সম্পর্ক মজবুত করতেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে এমন বড় পদক্ষেপ নিচ্ছে আরব আমিরাত সরকার। ১৯৯৩ সালে মুম্বাই বিস্ফোরণের পর থেকেই ভারত ছাড়েন দাউদ ইব্রাহিম। ভারত থেকে পলিয়ে দুবাই গিয়ে নিজের ব্যবসা খুলে বসেছিল দাউ। সেখানেই খুলে-ফেঁপে ওঠে এই আন্ডারওয়ার্ল্ড ডনের সম্পত্তি। দুবাইয়ে বসেই মুম্বাইয়ে কর্মকা- চালাত সে। খবরে বলা হয়, বর্তমানে পাকিস্তান সরকার ও গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের মদদে পাকিস্তানেই আত্মগোপন করে আছেন দাউদ। ২০১৫ সালে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে সঙ্গে নিয়ে দুবাই সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তখনই দু’দেশের বৈঠকে উঠে আসে দাউদের বিপুল সম্পত্তির বিষয়টি। আরব আমিরাত সরকারের হাতে তুলে দেয়া হয় দাউদের সম্পত্তি সংক্রান্ত নথি। যার অনুমানিক মূল্য প্রায় পনেরোশ’ কোটি টাকা। ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।