পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
অর্থনৈতিক রিপোর্টার : রাষ্ট্রীয় মালিকানাধীন সাধারণ বিমা করপোরেশন ও জীবন বিমা করপোরেশনে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ দ্য ইন্স্যুরেন্স করপোরেশন অ্যাক্ট ১৯৭৩-এর ৭(২) ও ৭(৩) ধারার ক্ষমতাবলে নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
এতে বলা হয়েছে, সাধারণ বিমা করপোরেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে আগামী তিন বছরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের ডিন শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে নিয়োগ করা হলো। আর জীবন বিমা করপোরেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে তিন বছরের জন্য নিয়োগ করা হলো সরকারের অবসরপ্রাপ্ত সচিব সেলীনা আফরোজাকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।