পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
অর্থনৈতিক রিপোর্টার : ভিন্ন আঙ্গিকে বাজারে চালু হলো পাঁচ টাকার নতুন নোট। হালকা বেগুনি আভার এই নোটটি বাজারে বর্তমান পাঁচ টাকার ব্যাংক নোট ও সরকারি নোটের সঙ্গেই বিনিময়যোগ্য হবে। গতকাল সকাল থেকে দেশের বাজারে অর্থ বিভাগের জ্যেষ্ঠ সচিব মাহবুব আহমেদের সই করা নতুন এ নোটটি চালু হয়। উল্লেখ, ২০১৬ সালের জুন মাসে অর্থসচিবের সই করা পাঁচ টাকার নোট বাজারে আসার আগে এটি ব্যাংক নোট হিসেবে ছিল। তার আগে ২০১৫ সালের ২১ নভেম্বর প্রেসিডেন্ট মো: আবদুল হামিদ পাঁচ টাকাকে ব্যাংক নোট থেকে সরকারি নোটে রূপান্তর করার প্রস্তাবে সম্মতি দেন। এর পরই অর্থসচিব মাহবুব আহমেদের সই করা নতুন পাঁচ টাকার নোট ছাপার কাজে হাত দেয় সরকার।
নতুন এ নোটটি সরকারি নোট হয়ে যাওয়ায় ‘বাংলাদেশ ব্যাংক’ এবং ‘চাহিবামাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকবে’ এই কথাগুলো লেখা নেই। শুধু লেখা রয়েছে ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার’।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।