মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : নতুন এক গবেষণায় বলা হয়েছে, যারা ব্যস্ত সড়কের পাশে বসবাস করেন, তাদের মধ্যে স্মৃতিক্ষয় বা স্মৃতিভ্রষ্ট রোগের হার বেশি। ব্যস্ত সড়ক থেকে ৫০ মিটারের মধ্যে বসবাসকারীদের মধ্যে ১০ শতাংশ মানুষ স্মৃতিক্ষয় রোগে (ডিমেনশিয়া) ভুগে থাকেন। কানাডায় গবেষকরা ১১ বছর ধরে প্রায় ২০ লাখ মানুষের ওপর সমীক্ষা চালিয়ে এ সিদ্ধান্তে পৌঁছেছেন। ল্যানসেট সাময়িকীতে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, বায়ুদূষণ ও কোলাহলপূর্ণ ট্রাফিক স্পটের কারণে মস্তিষ্কের ক্ষয় হয়ে থাকে। বিষয়টি এত বৃহৎ পরিসরের গবেষণায় এই প্রথম উঠে এল। বিবিসি অনলাইনের এক খবরে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে। ডিমেনশিয়া বিশেষজ্ঞরা মনে করেন, গবেষণার ফল আবারও খতিয়ে দেখা প্রয়োজন। তবে এটি ‘নিঃসন্দেহে বিশ্বাসযোগ্য’। বিশ্বের প্রায় ৫ কোটি মানুষ ডিমেনশিয়ায় ভুগছে।ডিমেনশিয়া অর্থাৎ স্মৃতিক্ষয় বা স্মৃতিভ্রষ্ট একটি রোগ হিসেবে চিহ্নিত হলেও এই রোগের সুনির্দিষ্ট কারণ নির্ণয় করা সম্ভব হয়নি। ডিমেনশিয়ায় ভোগা মানুষদের স্মৃতি ও মস্তিষ্কের ক্ষমতা ধীরে ধীরে আশঙ্কাজনকভাবে কমে যায়।২০০১-১২ সাল পর্যন্ত কানাডার অন্টারিও প্রদেশের প্রায় ২০ লাখ মানুষের ওপর সমীক্ষা চালান গবেষকরা। এই সময়ের মধ্যে ২ লাখ ৪৩ হাজার ৬১১ জনের ডিমেনশিয়া শনাক্ত হয়েছে। তবে যারা ব্যস্ত সড়কের পাশে বসবাস করেন, তাদের এই রোগ হওয়ার ঝুঁকি বেশি। অপেক্ষাকৃত কম কোলাহলপূর্ণ নিরিবিলি পরিবেশে যারা বসবাস করেন, তাদের তুলনায় ব্যস্ত সড়কের পাশে বসবাসীদের ডিমেনশিয়ার হার কতটা বেশি, তা ৩০০ মিটারের সীমানায় ফেলে নির্ণয় করেছেন গবেষকরা। প্রথমত: ব্যস্ত সড়কের আশপাশের ৫০ মিটারের মধ্যে বসবাসকারীদের ডিমেনশিয়ার হার স্বাভাবিকের চেয়ে ৭ শতাংশ বেশি। দ্বিতীয়ত : ৫০-১০০ মিটারের মধ্যে স্বাভাবিকের চেয়ে ৪ শতাংশ বেশি। তৃতীয়ত : ১০১-২০০ মিটারের মধ্যে স্বাভাবিকের চেয়ে ২ শতাংশ বেশি। গবেষণার বিশ্লেষণে বলা হয়েছে, ব্যস্ত সড়কের আশপাশে ৫০ মিটারের মধ্যে বসবাসকারীদের ৭-১১ শতাংশ মানুষের ডিমেনশিয়ার কারণ কোলাহলপূর্ণ ট্রাফিক ব্যবস্থা। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।