Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কসোভোর সাবেক প্রধানমন্ত্রী ফ্রান্সে গ্রেফতার

| প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুদ্ধাপরাধের দায়ে কসোভোর সাবেক প্রধানমন্ত্রী রামোস হ্যারাডিনাজকে গ্রেফতার করেছে ফরাসি পুলিশ। সার্বিয়ার জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। ১৯৯৮-১৯৯৯ সময় পর্বে কসোভোয় সংঘাতের সময় রামোস হ্যারাডিনাজ বিদ্রোহীদের নেতা ছিলেন। এই সংঘাতের ধারাবাহিকতায় পরবর্তী সময়ে কসোভো স্বাধীনতা ঘোষণা করে। জাতিসংঘে তিনি দুবার যুদ্ধাপরাধের অভিযোগ মোকাবিলা করেন। কিন্তু দুবারই তাকে দায় থেকে মুক্তি দেওয়া হয়। কসোভোর পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এই গ্রেফতার অগ্রহণযোগ্য। তারা তার মুক্তি নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। রামোস হ্যারাডিনাজ বর্তমানে কসোভোয় একজন বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন। তাকে পূর্ব ফ্রান্সের বাসেল মুলহাউজ ফ্রেইবুর্গ বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে, সার্বিয়ার একটি গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে বুধবার তাকে গ্রেফতার করা হয়েছে। ২০১৫ সালে স্লোভেনিয়ার পুলিশও তাকে গ্রেফতার করেছিল। কিন্তু দ্রুতই তাকে মুক্তি দেওয়া হয়। ১৯৯০ এর দশকে রামোস হ্যারাডিনাজ কসোভো লিবারেশন আর্মির কমান্ডার ছিলেন। সার্বিয়ার অভিযোগ, তিনি আদিবাসী সার্বদের বিরুদ্ধে নির্যাতন ও হত্যার উসকানি দিয়েছিলেন। তবে এসব অভিযোগ তিনি বরাবরই অস্বীকার করে আসছেন। অভিযোগ মোকাবিলার জন্য প্রধানমন্ত্রী হিসেবে মাত্র ১০ দিন দায়িত্ব পালনের পর তিনি ক্ষমতা থেকে সরে দাঁড়ান। তার বিরুদ্ধে ২০১২ সালে সর্বশেষ বিচারে বলা হয়েছে, অভিযোগের পক্ষে কোনো প্রমাণ নেই। সার্বিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে ২০০৮ সালে স্বাধীনতা ঘোষণা করে কসোভো। কিন্তু সার্বিয়া এতে স্বীকৃতি দেয়নি। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ