Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইস্তাম্বুলে রেস্তোরাঁয় ফের প্রকাশ্যে দুই বন্দুকধারীর হামলা

| প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : তুরস্কের বড় শহর ইস্তাম্বুলের নাইটক্লাবের রক্তক্ষয়ী হামলার শোক কাটতে না কাটতেই ফের ইস্তাম্বুলের একটি রেস্তোরাঁয় দুই বন্দুকধারী প্রকাশ্যে হামলা চালিয়েছে। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, অভ্যন্তরীণ ইস্যুতে এই হামলার ঘটনা ঘটেছে। এটা কোনো সন্ত্রাসী হামলা নয়। তবে তুরস্কের আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনা তদন্ত করে দেখছে, ঘটনাটি আসলে কী এবং কারা ঘটিয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তুর্কি কর্তৃপক্ষের বরাতে কোনো ধরনের বক্তব্য পাওয়া যায়নি। প্রসঙ্গত, এর আগে গত শনিবার রাতে নববর্ষের প্রথম প্রহরে ইস্তাম্বুলের বেসিকতাস এলাকার জনপ্রিয় রেইনা নাইটক্লাবে হামলা চালায় সন্ত্রাসীরা। এতে ৩৯ জন নিহত ও ৬৯ জন আহত হন। পরে ইসলামিক স্টেট (আইএস) ওই হামলার দায় স্বীকার করে। ডেইলি স্টার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ