মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ভারতের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণের দিনক্ষণ ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। আগামী ৪ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত উত্তরপ্রদেশ, পাঞ্জাব, উত্তরাখ-, মণিপুর এবং গোয়ায় বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ হবে। আর ভোট গণনা ও ফল প্রকাশ হবে ১১ মার্চ। রাজধানী দিল্লিতে ভারতীয় নির্বাচন কমিশনের অফিসে প্রধান নির্বাচন কমিশনার নাসিম জাইদি গত বুধবার ওই পাঁচ রাজ্যের প্রধান নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এরপর দুপুর ১২টার দিকে সংবাদ সম্মেলনে ভোটের দিনক্ষণ ঘোষণা করেন। জাইদি জানান, গোয়া এবং পাঞ্জাবে ৪ ফেব্রুয়ারি, উত্তরাখ-ে ১৫ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মণিপুরে দুই দফায় ভোটগ্রহণ হবে, ৪ মার্চ এবং ৮ মার্চ। আর বড় রাজ্য উত্তরপ্রদেশে ২০১২ সালের মতোই মোট সাত দফায় ভোটগ্রহণ হবে। উত্তরপ্রদেশে প্রথম দফার ভোটগ্রহণ হবে আগামী ১১ ফেব্রুয়ারি। পরের ছয় দফা যথাক্রমে ১৫, ১৯, ২৩, ২৭ ফেব্রুয়ারি, ৪ মার্চ এবং ৮ মার্চে। গত বুধবারের নির্বাচনী তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই ওই পাঁচ রাজ্যে নির্বাচনী আচরণবিধি কার্যকর হয়েছে। জি-নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।