Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অধিনায়কত্ব ছাড়লেন ধোনি

| প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড সিরিজের আগে ভারতের সীমিত ওভার ক্রিকেটের নেতৃত্ব ছেড়েছেন মহেন্দ্র সিং ধোনি। তবে উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে খেলা চালিয়ে যাবেন তিনি। গতকাল ধোনির অধিনায়কের পদ ছেড়ে সরে দাঁড়ানোর কথা জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এর আগে ২০১৪ সালে অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের মধ্যেই হঠাৎ করে টেস্ট ক্রিকেটের নেতৃত্ব ছেড়েছিলেন তিনি। ধোনির নেতৃত্বে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছিল ভারত। ১৯৯ ওয়ানডের ১১০ জয় আর ৭২ টি-২০’র ৪১টিতে ভারতকে জয় এনে দেয়া ধোনিকে বলা হচ্ছে সময়ের সেরা অধিনায়কদের একজন। দলনেতা হিসেবে ৫৪ গড়ে ৬৬৩৩ ওয়ানডে রান ও টি-২০তে ১১১২ রানই (১২২.৬০ স্ট্রাইক রেট) তার সেরা দলনেতার দলীল। বিসিসিআই সিইও রাহুল জোহরি তার ভারতী ক্রিকেটে তার অবদানের স্বীকার করে বলেন, ‘সকল ভারতীয় ক্রিকেট ভক্ত এবং বোর্ডের পক্ষ থেকে আমি ধোনিকে ধন্যবাদ দিতে চাই তার অনবদ্য অবদানের জন্য। তার নেতৃত্বে বিশ্বে নতুন এক দিগন্ত ছুঁয়েছে ভারত ক্রিকেট, যা সারাজীবন স্মরণীয় বরণীয় হয়ে থাকবে।’
ইংল্যান্ড ওয়ানডে সিরিজের জন্য দল নির্বাচনের জন্য আগামীকাল মুম্বাইয়ে বসবেন ভারতের নির্বাচকরা। বোর্ড থেকে এখনও কারো নাম না বললেও সফল টেস্ট অধিনায়ক বিরাট কোহলিকেই ধোনির উত্তরসূরি হিসেবে দেখছেন অনেকেই। তার আগে ধোনির এমন সিদ্ধান্ত দলে কতটা প্রভাব পড়বে সেটা সময়ই বলে দেবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ