Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

বেনাপোলে মাতৃভাষা দিবস উপলক্ষে চলছে প্রস্তুতি

প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বেনাপোল অফিস : আর এক দিন পরেই বেনাপোল নো-ম্যান্সল্যান্ডে বসবে দু’দেশের ভাষাপ্রেমীদের মিলনমেলা। দুই বাংলার একুশ উদযাপনের সাথে সংশ্লিষ্টদের তাই ঘুম হারাম হওয়ার উপক্রম। পিছিয়ে নেই প্রশাসনসহ গোয়েন্দা সংস্থার কঠোর নজরদারি। একুশের অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দুই দেশের আয়োজকদের মধ্যে দফায় দফায় চলছে মতবিনিময়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে প্রধান অতিথি হিসাবে থাকছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ, বিশেষ অতিথি হিসাবে থাকবেন আ’লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম কামাল হোসেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক, যশোর জেলা আ’লীগ সভাপতি শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার, কেন্দ্রীয় উপ-কমিটির সহঃসম্পাদক আব্দুল মজিদ, শার্শার এমপি শেখ আফিল উদ্দিন, যশোর সদরের এমপি কাজী নাবিল আহম্মেদ, ঝিকরগাছার এমপি মনিরুল ইসলাম, বাঘার পাড়ার এমপি রণজিত কুমার রায়, বেনাপোল কাস্টমস কমিশনার এএফএম আব্দুল্লা খান, জেলা প্রশাসক ড.হুমায়ন কবীর, যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার আনিসুর রহমান ও বেনাপোল বন্দর পরিচালক নিতাই চন্দ্র সেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন।
ওপার বাংলার পক্ষে উপস্থিত থাকবেন Ñ পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সরবরাহমন্ত্রী শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক, অনগ্রসর শ্রেণীকল্যাণ মন্ত্রী উপেন্দ্রনাথ বিশ্বাস, বঁনগা লোকসভা সদস্য শ্রীমতি মমতা ঠাকুর, জেলা পরিষদের সভাধিপতি রহিমা মন্ডল, বঁনগা উত্তর বিধান সভার বিধায়ক শ্রী বিশ্বজিৎ দাস ও বঁনগা পৌরসভার প্রধান শ্রী শংকর আঢ্য। সকাল সাড়ে ৭টার সময় বেনাপোল চেকপোস্ট নো-ম্যান্সল্যান্ডে অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে অনুষ্ঠানের শুভসূচনা হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বেনাপোলে মাতৃভাষা দিবস উপলক্ষে চলছে প্রস্তুতি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ