Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুরাদনগরে পুলিশের উপর মাদক ব্যবসায়ীদের হামলা

২ এএসআই আহত : ২৫ জনের বিরুদ্ধে মামলা

| প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

দেবিদ্বার উপজেলা সংবাদদাতা : কুমিল্লার মুরাদনগর উপজেলার জাহাপুর খেয়াঘাট এলাকায় মাদক ব্যাবসায়ীরা পুলিশের উপর হামলা চালিয়ে দুই এএসআইকে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহত এএসআই সুমন চাকমা ও সফিক মিয়াকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মাদক ব্যবসায়ী আলমগীর হোসেন ও সাইফুল ইসলামসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার জাহাপুর খেয়াঘাট এলাকায় প্রভাবশালী মহলের যোগসাজসে একটি চক্র দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা চালিয়ে আসছে। পরিস্থিতি এমনই হয়েছে যে ওখানে হাত বাড়ালেই মাদক পাওয়া যায়। মাদক ব্যবসায়ীদের রাম রাজত্বের বিষয়টি নিয়ে বেশ কিছুদিন যাবত এলাকার লোকজনের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিষয়টি পুলিশের নজরে এলে মাদক ব্যবসায় জড়িতদের গ্রেফতারের উদ্যোগ নেয়। এরই অংশ হিসেবে মঙ্গলবার সন্ধ্যায় মুরাদনগর থানার এএসআই সুমন চাকমা ও এএসআই সফিক মিয়ার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। মাদক ব্যবসায়ীরা বিষয়টি টের পেয়ে সংঘবদ্ধ হয়ে পরিকল্পিত ভাবে পুলিশের উপর হামলা চালায়। খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে এএসআই সুমন চাকমা ও সফিক মিয়াকে উদ্ধারপূর্বক চিকিৎসার জন্য মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পুলিশের কাজে বাঁধা দেওয়া ও হামলার অভিযোগে এএসআই সফিক মিয়া বাদি হয়ে বুধবার সকালে মাদক ব্যবসায়ী আলমগীর হোসেন ও সাইফুল ইসলামসহ ১৫ জন নামধারী ও অজ্ঞাতনামা আরো ১০/১৫ জনের বিরুদ্ধে একটি মামলা রুজু করেছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি বলে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ