গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজশাহী ব্যুরো : রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) বর্ধিত হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফি প্রত্যাহারের দাবিতে আগামী ১৪ জানুয়ারি গণ অনশন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এ গণ অনশন কর্মসূচির ঘোষণা নাগরিক অধিকার সংরক্ষণ সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনের মাধ্যমে। গতকাল দুপুরে নগরীর সোনাদীঘির মোড় এলাকার সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সংবাদ সম্মেলনের মাধ্যমে বলা হয়, আগামী ১৪ জানুয়ারি রাজশাহী মহানগরীর সাহেব বাজার বড় মসজিদের সামনে গণ অনশন কর্মসূচি পালন করা হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নাগরিক অধিকার সংরক্ষণ সংগ্রাম পরিষদের আহ্বায়ক এনামুল হক ও সদস্য সচিব ফরিদ মাহমুদ হাসান, নাগরিক অধিকার সংরক্ষণ সংগ্রাম পরিষদের প্রচার সম্পাদক ও নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলনের সদস্য সচিব অ্যাডভোকেট হোসেন আলী পিয়ারা, নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলনের উপদেষ্টা আজমা চৌধুরী, ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি হারুন-উর-রশিদ প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।