Inqilab Logo

সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১, ০৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

পুলিশ হত্যা মামলার আসামির আত্মহত্যা

প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : সুন্দরগঞ্জ উপজেলায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে পুলিশ হত্যা মামলার এক আসামি আত্মহত্যা করেছে।
জানা গেছে, গতকাল শুক্রবার দুপুর আনুমানিক ২ টায় শান্তাহার থেকে দিনাজপুর গামী সেভেন আপ মেইল ট্রেনটি বামনডাঙ্গা রেল স্টেশন থেকে রওনা দেয়। ট্রেনটি স্টেশনের উত্তর রেলগেট পার হওয়া মাত্রই পূর্ব থেকে ওৎ পেতে থাকা রামভদ্র খানাবাড়ি গ্রামের আকবর আলীর পুত্র জাহাঙ্গীর আলম (২২) ট্রেনের চাকার নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। পারিবারিক সূত্র জানায় পুলিশ হত্যা মামলাসহ নাশকতার একাধিক মামলার আসামি হওয়ায় দীর্ঘদিন আত্মগোপন করে থাকে জাহাঙ্গীর। গত বৃহস্পতিবার জামিন নিয়ে সে আত্মহত্যা করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুলিশ হত্যা মামলার আসামির আত্মহত্যা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ