Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পারল না বাংলাদেশ

| প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ইতিহাস গড়তে পারলো না বাংলাদেশ। যথারীতি টানা চারবার চ্যাম্পিয়ন হয়ে রেকর্ড গড়লো ভারতই। গতকাল শিলিগুঁড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মহিলা সাফ চ্যাম্পিয়নশিপের চতুর্থ আসরের ফাইনালে স্বাগতিক ভারত ৩-১ গোলে হারায় বাংলাদেশকে। প্রথমার্ধের খেলা ১-১ গোলে অমীমাংসিত ছিলো। ভারতের হয়ে ফরোয়ার্ড ড্যাঙ্গমেই গ্রেস, মিডফিল্ডার সাসমিতা মালিক ও ফরোয়ার্ড ইন্দু মতি একটি করে গোল করেন। বাংলাদেশের ফরোয়ার্ড সিরাত জাহান স্বপ্না এক গোল শোধ দেন।
টুর্নামেন্টের গ্রুপ পর্বে দুর্দান্ত ছিলো লাল-সবুজরা। ‘বি’ গ্রুপে তারা আফগানিস্তানকে ৬-০ গোলে বিধ্বস্ত করে এক ম্যাচ খেলেই সেমিফাইনাল নিশ্চিত করে। পরের ম্যাচে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র বাংলাদেশকে এনে দেয় গ্রুপ সেরার খেতাব। আর শেষ চারে মালদ্বীপকে ৬-০ গোলে উড়িয়ে সাবিনা বাহিনী জানান দেয় স্বাগতিকদের বিপক্ষে ফাইনালটি একপেশে হবে না এবং কাল ফাইনালে তা হয়ওনি। যদিও ম্যাচে ভারতীয়রা ৩-১ গোলের জয় তুলে নিয়েছে। কিন্তু এ জয় পেতে তাদেরকে ঘাম ঝরাতে হয়েছে যথেষ্ট। বাংলাদেশ হেরেছে ঠিকই তবে সমান তালে লড়াই করেই হেরেছে। ম্যাচের শুরু থেকে আক্রমণাত্ম ফুটবল উপহার দেয় দু’দলই। তবে প্রথমে গোল পায় ভারত। ম্যাচের ১২ মিনিটে ফরোয়ার্ড ড্যাঙ্গমেই গ্রেস গোল করে স্বাগতিকদের এগিয়ে নেন (১-১)। পিছিয়ে পড়ে পাল্টা আক্রমণে গিয়ে গোলের বেশ ক’টি সুযোগ সৃষ্টি করে লাল-সবুজরা। অবশেষে গোলের দেখাও পায় তারা। ম্যাচের ৪০ মিনিটে ফরোয়ার্ড সিরাত জাহান স্বপ্নার গোলে সমতায় ফেরে বাংলাদেশ (১-১)। এরপর দু’দলই চেষ্টা করে এগিয়ে যেতে। কিন্তু অমীমাংসিত অবস্থায়ই প্রধমার্ধ শেষ হয়। দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা চললেও সফলতা পায় ভারত। ম্যাচের ৬০ মিনিটে ভারতীয় অধিনায়ক বালা দেবিকে নিজেদের বক্সে ফাউল করেন বাংলাদেশ ডিফেন্ডার। রেফারী পেনাল্টির বাঁশি বাঁজালে স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে নেন মিডফিল্ডার সাসমিতা মালিক (২-১)। ছয় মিনিট পর স্বাগতিকদের পক্ষে তৃতীয় গোলটি করেন ইন্দু মতি (৩-১)। শেষ পর্যন্ত আর ম্যাচে ফিরতে পারেনি বাংলাদেশ। ফলে হার নিয়ে রানার্সআপ ট্রফি জিতে মাঠ ছাড়ে লাল-সবুজরা। আর চতুর্থ শিরোপা জয় করে উৎসবে মেতে ওঠে ভারতীয় মেয়েরা।  টুর্নামেন্ট শেষে আজ রাত  ৯টা ৫ মিনিটে বিজি-৯৬ ফ্লাইটযোগে দেশে ফিরে আসবে বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ