নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশেষ সংবাদদাতা : নিউজিল্যান্ড সফরে নতুন নতুন ভেন্যুর সাথে এবার পরিচিত হচ্ছে বাংলাদেশ ক্রিকেটাররা। ক্রাইস্টচার্চের হেগলি ওভালে খেলে নেপিয়ারের ম্যাকলিন পার্কের টি-২০ অভিষেকে বাংলাদেশ দল হয়েছে স্বাক্ষী। নেপিয়ার থেকে টি-২০ সিরিজের শেষ দুই ম্যাচ খেলতে নিউজিল্যান্ডের পর্যটন শহর তাওরাঙ্গার মাউন্ট মঙ্গানুইয়ে গতকাল পা রেখেছে বাংলাদেশ দল। নেপিয়ার থেকে ২৯৬ কিলোমিটার পথ সড়কপথে চার ঘণ্টায় পাড়ি দিয়ে তাওরাঙ্গায় পৌঁছেছে বাংলাদেশ দল গতকাল স্থানীয় সময় বিকেল ৫টায়। এই পথ ধরেই বাংলাদেশ দল পা রাখল শেষ দুই টি-টোয়েন্টির শহরে। বাংলাদেশের হাত থেকে শেষ দু’টি ম্যাচ বের করে নেয়ার নায়ক কেন উইলিয়ামসনের শহরে পা রেখে বাংলাদেশ দল পেয়েছে দারুণ আতিথ্য। উচ্চশিক্ষায় নিউজিল্যান্ডে আসা বাংলাদেশ শিক্ষার্থীরা তাওরাঙ্গায় মাশরাফিদের ফুলেল শুভেচ্ছায় জানিয়েছে স্বাগত।
এদিকে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে লড়াকু ফিফটিতে ছন্দ ফিরে পাওয়া মাহামুদুল্লাহ শেষ দু’টি টি-২০ ম্যাচে ঘুরে দাঁড়ানোর টনিক পাচ্ছেনÑ ‘আমরা বিশ্বাস করি, ব্লাক ক্যাপসদের হারানোর সামর্থ্য এবং শক্তি আছে আমাদের। ছোট ছোট কিছু ভুল-ত্রুটি এবং ফাঁক-ফোকর থেকে যাচ্ছে, সেগুলো কাটিয়ে উঠতে পারলেই আমরা ওদেরকে হারাতে পারব বলে বিশ্বাস করি। আমরা যদি নির্ভার হয়ে খেলতে পারি, আর দলগতভাবে সেরা খেলাটা খেলতে পারি, তাহলে অচেনা নতুন মাঠ আমাদের জন্যে কোনো সমস্যা হবে না।’ নিউজিল্যান্ডের কন্ডিশনে নিউজিল্যান্ডকে হারানো কঠিন কিছু নয় বলেও মনে করছেন তিনিÑ ‘নিউজিল্যান্ডের কন্ডিশনে নিউজিল্যান্ড অনেক ভালো দল। তারপরও প্রতিটি ম্যাচে আমরা জয়ের কাছাকাছি চলে যেতে পেরেছি। এ অবস্থা আমাদের জয় করতেই হবে।’
ওয়ানডে সিরিজে ০, ১ ও ৩ রানে ছন্দ হারানো মাহামুদুল্লাহ নেপিয়ারে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ৫২ রানের ইনিংসে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন বলে জানিয়েছেন মাহামুদুল্লাহÑ ‘ওয়ানডে সিরিজে আমি ভালো করতে পারিনি। এ নিয়ে মনটা খুব খারাপ ছিল। নেপিয়ারে সুযোগ পেয়ে কাজ লাগানোর চেষ্টা করেছি। এর জন্য মন এখন ভালো।’
নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুইয়ে স্বাগতিক দলের অতীত খুব সুখকর নয়। ২০১৪ সালে এই ভেন্যুর আন্তর্জাতিক যাত্রায় এ পর্যন্ত চারটি ওয়ানডে এবং একটি টি-২০ ম্যাচ খেলা হয়েছে। চারটি ওয়ানডের মধ্যে দু’টিতে দক্ষিণ আফ্রিকা হেরে গেছে নিউজিল্যান্ড। একমাত্র টি-২০ তে নিউজিল্যান্ড অতিকস্টে (৩ রান) হারিয়েছে শ্রীলঙ্কাকে। তবে নেপিয়ারের মতো আকারে ছোট এই মাঠে ওভার প্রতি ৯.১০ রান তুলেছে নিউজিল্যান্ড সেই ম্যাচে বড় স্কোরের সম্ভাবনা আছে বলেই শঙ্কায় পড়তে হচ্ছে বাংলাদেশ দলকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।