বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ তিন জন নিহত হয়েছেন। এদের মধ্যে গাবতলীতে অন্য বাসের ধাক্কায় বাসের হেলপার মোস্তফা (৪৫) এবং মতিঝিল ও পল্টনে দুই অজ্ঞাত নারী মারা গেছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তাদের পরিচয় জানা যায়নি। ময়না তদন্তের জন্য লাশগুলো ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ও মেডিকেল সূত্র জানায়, গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে গাবতলী এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে গুরুতর আহত হন মোস্তফা। রবিউল নামের এক পথচারী তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে ভোর সাড়ে চারটার দিকে তিন মারা যান। নিহত মোস্তফা হিমাচল পরিবহনের বাস-চালকের সহকারী ছিলেন। মিরপুর ১০ নম্বর সেকশনের সি বøকের ১৮ নম্বর লাইনে ৭/২ নম্বর বাড়িতে সপরিবারে বসবাস করতেন তিনি। মতিঝিল থানার এসআই মাহবুব হোসেন জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে মতিঝিল শাপলা চত্বরের উত্তর পাশে অজ্ঞাত এক নারী সড়ক দুর্ঘটনায় আহত হয়ে রাস্তায় পড়ে থাকেন। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৩টায় তিনি মারা যান। তবে তার কোনো পরিচয় জানা যায়নি। নিহতের আনুমানিক বয়স ৫০ বছর। তার পরনে লাল সাদা সুতি শাড়ি। এছাড়া পল্টন থানার এসআই আলাউদ্দিন জানান, বৃহস্পতিবার রাত সোয়া ১টার দিকে নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রæত গতির ট্রাকের চাপায় ঘটনাস্থলেই এক বৃদ্ধা মারা যান। তার বয়স আনুমানিক ৮০ বছর। নিহতের পরনে ছিল কমলা রংয়ের সুতি শাড়ি। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক তিনটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।