Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেকারদের ৫৮৭ ডলার করে ভাতা দেবে ফিনল্যান্ড

| প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বেকার নাগরিকদের প্রতিমাসে ৫৬০ ইউরো বা ৫৮৭ মার্কিন ডলার (প্রায় ৪৬ হাজার টাকা) ভাতা দেয়ার ঘোষণা দিয়েছে প্রথম ইউরোপের অন্যতম কল্যাণমুখী রাষ্ট্র ফিনল্যান্ড। সামাজিক পরীক্ষামূলকভাবে নেয়া এই পদক্ষেপ দেশটির আমলাতান্ত্রিক লাল ফিতার দৌরাত্ম্য কমানোর পাশাপাশি দারিদ্র্য দূর করে কর্মসংস্থান বাড়াবে বলে আশা করা হচ্ছে। সোমবার ফিনল্যান্ডের সোস্যাল ইনস্যুরেন্স ইনস্টিটিউশন কেলার কর্মকর্তা ওল্লি কানগাস সরকারের এই নতুন পদক্ষেপের কথা জানিয়েছেন। মঙ্গলবার মার্কিন বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। কেলার কর্মকর্তা ওল্লি কানগাস জানান, শুরুতে দ্বৈবচয়নের ভিত্তিতে দুই হাজার নাগরিককে বাছাই করে এই বেকার ভাতা দেয়া হবে। এ বছরের ১ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে এই বেকার ভাতা। প্রাথমিকভাবে নির্বাচিত এই দুই হাজার বেকার নাগরিককে প্রতি মাসে ৫৬০ ইউরো বা ৫৮৭ মার্কিন ডলার করে দেয়া হবে। এই অর্থ তারা কোন কাজে ব্যয় করবে, সে সম্পর্কে কোনও বিধিনিষেধ থাকবে না। তবে নির্বাচিত বেকারদের কেউ এরই মধ্যে কোনও ধরনের ভাতা পেয়ে থাকলে ওই টাকার অঙ্ক বাদ যাবে ৫৬০ ইউরো থেকে।
সরকারি তথ্য অনুযায়ী, ফিনল্যান্ডের বেসরকারি খাতে একজন কর্মীর গড় মাসিক আয় সাড়ে তিন হাজার ইউরো। ওল্লি কানগাস জানান, বেকারদের মধ্যে যে নিরুৎসাহী হওয়ার সমস্যাকে দূর করাই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য। তিনি আরও জানান, কোনও কিছু হারিয়ে ফেলার যে ভয় মানুষের মধ্যে রয়েছে, তা দূর করবে এই উদ্যোগ। আর এই বেকার ভাতার আওতাধীন কোনও ব্যক্তি চাকরি পাওয়ার পরও প্রতিমাসের ৫৬০ ইউরো ভাতা পেতে থাকবেন। ফিনল্যান্ডের বর্তমান জটিল সামাজিক সুরক্ষা ব্যবস্থার অধীনে কোনও ব্যক্তি কোনও চাকরিতে যোগ দিলে তিনি সামাজিক সুরক্ষা ভাতা থেকে বঞ্চিত হন। যে কারণে অনেকেই সুরক্ষা ভাতা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় স্বল্পবেতন বা অস্থায়ী চাকরির সুযোগকে প্রত্যাখ্যান করতে পারেন। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ