Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফিলিপাইনে কারাগারে হামলা দেড় শতাধিক কয়েদিকে মুক্ত করে নিয়ে গেছে বিদ্রোহীরা

| প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে মুসলিম বিদ্রোহীদের সঙ্গে সম্পর্কিত একদল সশস্ত্র লোক কারাগারে হামলা চালিয়ে এক রক্ষীকে খুন করে দেড়শরও বেশি বন্দিকে মুক্ত করে নিয়ে গেছে। গত মঙ্গলবার রাত ১টায় কিডাপাবন শহরের উত্তর কোটাবাটো জেলা কারাগারে হামলার এ ঘটনা ঘটে, স্থানীয় রেডিও স্টেশনকে জানিয়েছেন প্রিজন ওয়ার্ডেন পিটার বোনগাট। কারাগারটিতে এক হাজার ৫১১ জন কয়েদি ছিলেন, এদের মধ্যে ১৫৮ জন পালিয়ে যেতে সক্ষম হন, কিন্তু এদের মধ্যে চারজন ফের পুলিশের হাতে ধরা পড়েন। এক রক্ষীকে হত্যা ও ১৫৪ জন বন্দিকে মুক্ত করে নিয়ে যাওয়ার কথা নিশ্চিত করেছে পুলিশ। বোনগাট বলেন, ঘটনাটি সুপরিকল্পিত ছিল। পালিয়ে যেতে কয়েদিরা কম্বল ব্যবহার করেছে। তাদের ধরতে অভিযান শুরু করেছি আমরা। এ ঘটনার সঙ্গে মোরো ইসলামিক লিবারেশন ফ্রন্টের (এমআইএলএফ) এক কমান্ডার জড়িত বলে প্রাথমিক তথ্যের ভিত্তিতে জানিয়েছেন তিনি। ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলীয় দ্বীপগুলোতে কয়েক দশক ধরে মুসলিম বিদ্রোহীরা তৎপরতা চালিয়ে আসছে। ওই এলাকায় শান্তি প্রতিষ্ঠার জন্য দেশটির প্রেসিডেন্ট রদরিগো দুতারতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। কারাগারের ওয়ার্ডেন পিটার বোঙ্গাট স্থানীয় সংবাদমাধ্যম এবিএস-সিবিএনকে বলেন, ব্যাপক গোলাগুলির সুযোগে কারাবন্দিরা পালিয়েছে। তারা তাদের বিছানাপত্র ব্যবহার করে, একে-অপরের উপর চড়ে কারাগার থেকে পালিয়েছে। তিনি আরও জানান, কারাগারে আটক কয়েকজন বিদ্রোহী নেতাকে মুক্ত করার জন্যই এই হামলা চালানো হয় বলে কর্তৃপক্ষের ধারণা। ওই কারাগারে প্রায় দেড় হাজার বন্দি রয়েছেন। এদিকে, ফিলিপাইনের সেনাবাহিনী ও পুলিশ কর্তৃপক্ষ পালিয়ে যাওয়া বন্দিদের আটক করতে অভিযান শুরু করেছে। অন্তত ছয় কারাবন্দিকে আটক করা সম্ভব হয়েছে। এমআইএলএফ-এর সঙ্গে বহুদিন ধরে ফিলিপাইন সরকারের শান্তি আলোচনা চলছে। তবে এমআইএলএফ বহু অংশে বিভক্ত হয়ে পড়েছে। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ