Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আফগানিস্তান সফরে পাকিস্তানিদের পাসপোর্ট বাধ্যতামূলক

| প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের নাগরিকদের আফগানিস্তানে যেতে এখন থেকে বাধ্যতামূলকভাবে পাসপোর্ট লাগবে। জঙ্গি তৎপরতা প্রতিরোধের পদক্ষেপ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। এর সাত মাস আগে জঙ্গি কার্যক্রম প্রতিরোধে সীমান্তে কড়াকড়ি আরোপ করে পাকিস্তান। দুই দেশের সীমান্ত পারাপারের নীতির শিকার হতে পারেন অনেকে- বিশেষ করে উভয় দেশে যাদের পরিবারের সদস্যরা বসবাস করেন। তবে জঙ্গি তৎপরতা মোকাবিলায় এটি ভূমিকা রাখবে। আফগানিস্তানের এ নতুন আইন সীমান্তের বিভিন্ন পয়েন্টে ব্যানারে দেখানো হচ্ছে। ব্যানারে লেখা হয়েছে, বিনা পাসপোর্টে পাকিস্তানিরা আফগানিস্তানে ঢুকতে পারবেন না। ১ জানুয়ারি থেকে এ আইন কার্যকর হয়েছে। আইন কার্যকরে সহায়তার জন্য সীমান্তে অতিরিক্ত নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। এদিকে, আফগান সরকার সীমান্তে নিয়ন্ত্রণ আরোপ করায় বিপাকে পড়েছে দুই দেশের সাধারণ নাগরিকরা। পাকিস্তান ও আফগানিস্তানকে বিভক্তকারী সীমান্তরেখার নাম ডুরান্ড লাইন। এই লাইনের উভয় পাশে বসবাস করে সিনওয়ারি ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকেরা। সীমান্ত পারাপারে তাদের জন্য পাকিস্তানের খাইবার এজেন্সি তৈরি করেছে বিশেষ ধরনের কার্ড। আফগানরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, পাকিস্তানি তালেবানরা আফগানিস্তানে সহিংসতা সৃষ্টি করছে। তবে পাকিস্তান এ দাবি প্রত্যাখ্যান করে। তবে উভয় দেশেই জঙ্গিরা ‘নির্ভয় ঘাঁটি’ গেড়ে বসেছে, এতে কোনো সন্দেহে নেই। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ