Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

কারাগারে তৈরি হলো কাঠির তাজমহল

| প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : তাজমহল বিশ্বে প্রেমের এক অমর নিদর্শন। ইতিহাস বলে জীবনের পরন্ত বেলায় কারাগারের জানালা দিয়ে তাজমহলের দিকে তাকিয়েই দিন কাটত সম্রাট শাহজাহানের। স্ত্রী মমতাজের প্রতি তার সেই অমর প্রেম আজ প্রেমের ইতিহাসের পাতায় চিরন্তন ভালোবাসার উদাহরণ। তবে আরো একবার নির্মিত হলো শাহজাহানের তাজমহল। কারাগারের চার দেওয়ালের মাঝে আটকে থেকেও কয়েক হাজার কিলোমিটার দূরে বসে থাকা স্ত্রীকে মনে করে তাজমহল গড়লেন অ্যালবার্ট প্যাসকাল। ভারতের উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ জেলার কারাগারে ফ্রান্সের নাগরিক অ্যালবার্ট বন্দি রয়েছেন গত এক বছর ধরে। জানাযায়, ২০১৪ সালের ডিসেম্বরে ভারত-নেপাল সীমান্তে ৩ কেজি চরস (নেশা জাতীয় দ্রব্য)-সহ হাতে-নাতে ধরা পড়েন তিনি। এনডিপিএস আইনে সাজাপ্রাপ্ত অ্যালবার্ট এইচআইভি পজিটিভ। জেলে সারাক্ষণ চুপচাপই থাকেন তিনি। ভাষার সমস্যার জন্য অন্য বন্দিদের সঙ্গেও কথা বলতে পারেন না। কিন্তু জেলে বসেই ফ্রান্সে তার স্ত্রীকে নববর্ষের উপহার পাঠানোর ইচ্ছে প্রকাশ করেন অ্যালবার্ট। জেল কর্তৃপক্ষের সাহায্যে গত তিন মাস ধরে তিনি তৈরি করেছেন একটি ছোট তাজমহল। শুধুমাত্র দেশলাই কাঠি দিয়ে তৈরি এই তাজমহল অবাক করেছে সবাইকে। টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ